Condom shortage: শীতের মরসুমে কি কন্ডোমে পড়বে টান, কী বলছে স্বাস্থ্য মন্ত্রক?
Condom shortage: 'নিরোধ' ব্র্যান্ডের কন্ডোম তৈরি করে যে অল ইন্ডিয়া কন্ডোম অ্যাসোসিয়েশন, তারাও নাকি পর্যাপ্ত পরিমাণ কন্ডোমের জোগান দিতে পারছে না। এই প্রতিবেদনগুলিকে কেন্দ্র করে, জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচিতে গুরুতর প্রভাব পড়ার উদ্বেগ তৈরি হয়েছে। তবে, মঙ্গলবার এই সংবাদ প্রতিবেদনগুলিকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
নয়া দিল্লি: শীতের সময়, দেশে কি কন্ডোমের অভাব ঘটতে চলেছে? কয়েকটি সংবাদ প্রতিবেদনে সম্প্রতি এমনই দাবি করা হয়েছে। প্রতিবেদনগুলির মতে, স্বাস্থ্য মন্ত্রকের বিভিন্ন কর্মসুচির জন্য কেনাকাটা করে থাকে যে সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস সোসাইটি বা সিএমএসএস, তারা পর্যাপ্ত পরিমাণ কন্ডোম সংগ্রহ করতে পারেনি। ‘নিরোধ’ ব্র্যান্ডের কন্ডোম তৈরি করে যে অল ইন্ডিয়া কন্ডোম অ্যাসোসিয়েশন, তারাও নাকি পর্যাপ্ত পরিমাণ কন্ডোমের জোগান দিতে পারছে না। এই প্রতিবেদনগুলিকে কেন্দ্র করে, জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচিতে গুরুতর প্রভাব পড়ার উদ্বেগ তৈরি হয়েছে। তবে, মঙ্গলবার এই সংবাদ প্রতিবেদনগুলিকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এদিন স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সিএমএসএস যে যে ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর কেনাকাটা করে, সেগুলির সরবরাহ কী অবস্থায় আছে, তার উপর মন্ত্রকের কড়া নজর থাকে। মন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে তাদেরকাছে কন্ডোমের যে স্টক রয়েছে, তা জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। কাজেই, চিন্তার কোনও কারণ নেই। মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, “কিছু কিছু সংবাদ প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, কেন্দ্রীয় ক্রয় সংস্থা, সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস সোসাইটি বা সিএমএসএস কন্ডোম সংগ্রহে ব্যর্থ হয়েছে। তাই, ভারতের পরিবার পরিকল্পনা কর্মসূচির উপর গুরুতর প্রভাব পড়তে পারে। এই ধরনের প্রতিবেদনগুলি না জেনে লেখা এবং এগুলিতে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।”
মন্ত্রক আরও জানিয়েছে, জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির পাশাপাশি জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির জন্যও কন্ডোম সংগ্রহ করে সিএমএসএস। চলতি বছরের মে মাসেই শুধুমাত্র পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্যই ৫.৮৮ কোটি কন্ডোম সংগ্রহ করেছে তারা। কাজেই উদ্বেগের কোনও কারণ নেই। এই ৫.৮৮ কোটি কন্ডোম পরিবার পরিকল্পনা কর্মসূচির প্রয়োজনীয়তা মেটানোর জন্য যথেষ্ট। ।
অন্যদিকে, জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা বা ‘নাকো’র কন্ডোমের প্রয়োজনের ৭৫ শতাংশই বর্তমানে মেটাচ্ছে মেসার্স এইচএলএল লাইফকেয়ার লিমিটেড সংস্থা। তাদের ৬.৬ কোটি কন্ডোম সরবরাহের বরাত দিয়েছে নাকো। বর্তমানে সেই সরবরাহ প্রক্রিয়া চলছে। সামনের বছরের প্রয়োজনীয়তাও তাদের জানিয়ে রাখা হয়েছে। আর নাকোর বাকি ২৫ শতাংশের প্রয়োজনীয়তা মেটাচ্ছে সিএমএসএস। তারা কন্ডোম সংগ্রহে দেরি করছে বলে ঘাটতি দেখা দিয়েছে, এমন কিছু ঘটেনি বলেই দাবি স্বাস্থ্য মন্ত্রকের।