৫ বছরের আগেই পিএফ কি তুলতে পারবেন? রইল জরুরি তথ্য

TV9 Bangla Digital | Edited By: arunava roy

Jul 21, 2021 | 8:19 PM

অবসর (Retirement) নেওয়ার এক বছরের মধ্যে পুরো টাকা তোলা যাবে। টানা ৫ বছরের চাকরির পর কীভাবে পিএফ তোলা যাবে সে ব্যাপারে অনেকেই বিস্তারিত জানেন না।

৫ বছরের আগেই পিএফ কি তুলতে পারবেন? রইল জরুরি তথ্য
ফাইল ছবি

Follow Us

নয়াদিল্লি: আপনি যদি চাকরি ছেড়ে দেন বা চাকরি হারিয়ে ফেলেন তাহলে ৫ বছরের আগেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আয়কর দফতর নানা নিয়ম জারি করেছে। ইপিএফ (EPF) নিয়ম অনুসারে, একজন কর্মী বেকার থাকার এক মাস পর ৭৫ শতাংশ জমে থাকা টাকা (Money) তুলতে পারবেন।

এক মাসের বেকারের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা তোলার অনুমতি নেই। তবে ২ মাস পর ১০০ শতাংশ প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিতে পারবেন। মহিলাদের ক্ষেত্রে বিয়ের জন্য কেউ যদি ইস্তফা দেন, তবে তাঁকে পিএফ তোলার জন্য ২ মাস অপেক্ষা করতে হবে না।

৫৪ থেকে ৫৫ বছর বয়সে যাওয়ার পর পিএফ ব্যালেন্সের ৯০ শতাংশ তোলা যাবে। আর অবসর নেওয়ার এক বছরের মধ্যে পুরো টাকা তোলা যাবে। টানা ৫ বছরের চাকরির পর কীভাবে পিএফ তোলা যাবে সে ব্যাপারে অনেকেই বিস্তারিত জানেন না।

কর্মীর অসুস্থতার কারণে বা মালিকের ব্যবসা বন্ধ থাকর কারণে পিএফ তোলা যায়। যদি কোনও কারণে কোম্পানি নিয়োগ কর্তার হাতের বাইরে চলে যায়। তালে করমুক্ত ভাবে পিএফ তোলা যায়। ইপিএফ স্কিমের আওতায় টাকা তোলার ক্ষেত্রে কোনও কর লাগে না। যদি ৫০ হাজারের কম টাকা হয় বা মালিক ব্যবসা বন্ধ করে দেয় সেক্ষেত্রে টিডিএসও আদায় করা হয় না। আরও পড়ুন: CBSE Class 12 Result: তারিখ পরিবর্তন, দ্বাদশ শ্রেণির রেজাল্ট ২৫ জুলাই

Next Article