দেশের কোণায় কোণায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে কেন্দ্রের তরফে চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা। সেই প্রকল্পের অধীনে কারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তিনি অেক সুবিধা পেয়ে থাকেন। তারই একটি হল ‘ওভারড্রাফ্ট’ ব্যবস্থা। সাধারণত কারেন্ট অ্যাকাউন্টে ওভারড্রাফ্ট ব্যবস্থা থাকে। কোটি কোটি টাকা লেনদেন করা ব্যক্তি বা সংস্থাকে এই সুবিধা দিয়ে থাকে ব্যাঙ্ক। তবে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে কোনও ব্যক্তির অ্যাকাউন্ট থাকলে তিনি ১০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের সুবিধা পাবেন। অর্থাৎ, অ্যাকাউন্টে এক পয়সা না থাকলেও ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।
২০১৪ সালের ১৫ অগস্ট জনধন যোজনার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘোষণার তিনদিন পর ১৮ অগস্টই চালু হয়ে গিয়েছিল এই প্রকল্পের কাজ। রেমিট্যান্স, ক্রেডিট, বিমা, পেনশনের মতো আর্থিক পরিষেবাগুলি যাতে সাশ্রয়ী মূল্যে সবাই পান এবং ব্যাঙ্কিং পরিষেবার প্রসারের লক্ষ্যে এই জাতীয় মিশন চালু করা হয়েছিল। ইতিমধ্যেই এই প্রকল্পের ৮ বছর পূর্ণ হয়েছে। সরকারি তথ্য বলছে, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় এখনও পর্যন্ত দেশে মোট ৪৬.২৫ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে ১.৭৪ লক্ষ কোটি টাকা জমা হয়েছে।
এই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম ব্যালেন্স রাখার কোনও ঝামেলা নেই। তাছাড়া এই অ্যাকাউন্টধারক এক লক্ষ টাকার দুর্ঘটনা বিমা কভার পেয়ে থাকেন। পাশাপাশি, ব্যাঙ্ক গ্রাহকদের ওভারড্রাফ্টের সুবিধা দিয়ে থাকে৷ কোনও শর্ত ছাড়া ২০০০ টাকা পর্যন্ত ওভআরড্রাফ্টের সুবিধা পান গ্রাহকরা। তাছাড়া সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের সুবিধা দেওয়া হয়। আগে এই ওভারড্রাফ্টের সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা ছিল। সেই সর্বোচ্চ সীমা বাড়িয়ে দ্বিগুণ।