AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agniveer Exam 2025: প্রকাশ পেল অগ্নীবীর পরীক্ষার প্রবেশ পত্র! পরীক্ষায় কী কী প্রশ্ন থাকবে?

Agniveer Exam 2025: ভারতীয় সেনাবাহিনী প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লিখিত পরীক্ষায় ৫০টি বহু নির্বাচনি প্রশ্ন (MCQ) থাকবে। নির্বাচিত অগ্নিবীররা ৪ বছর পর্যন্ত সেনাবাহিনীতে কাজের সুযোগ পাবেন।

Agniveer Exam 2025: প্রকাশ পেল অগ্নীবীর পরীক্ষার প্রবেশ পত্র! পরীক্ষায় কী কী প্রশ্ন থাকবে?
Image Credit: PTI
| Updated on: Jun 17, 2025 | 6:08 PM
Share

প্রকাশ হয়েছে ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর জেনারেল ডিউটি পদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড। অফিসিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in এ গিয়ে রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য তথ্য দিলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে।

বাকি পদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ১৮ জুন প্রকাশিত হবে। অগ্নিবীর নিয়োগের কমন এন্ট্রেন্স পরীক্ষা ৩০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। অর্থাৎ হাতে আর সময় প্রায় নেই বললেই চলে। এইবার পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে, জানেন? রইল প্যাটার্ন ও সিলেবাস সম্পর্কে কিছু তথ্য।

ভারতীয় সেনাবাহিনী প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লিখিত পরীক্ষায় ৫০টি বহু নির্বাচনি প্রশ্ন (MCQ) থাকবে। নির্বাচিত অগ্নিবীররা ৪ বছর পর্যন্ত সেনাবাহিনীতে কাজের সুযোগ পাবেন। এর পর ২৫% অগ্নিবীরকে প্রতিষ্ঠানে স্থায়ী পদে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। যা সেনাবাহিনীর প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হবে।

কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষায় মোট ১০০ নম্বরের জন্য ৫০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা। পেপার হিন্দি ও ইংরেজি দুটো ভাষায় দেওয়া হবে। ভুল উত্তরের জন্য ০.৫ মার্কস কেটে নেওয়া হবে। অর্থাৎ আছে নেগেটিভ মার্কিং। প্রবেশপত্রের সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডির মতো একটা ফটো আইডি রাখতে হবে। নির্দিষ্ট সময়ের অন্তত ৩০ মিনিট আগে পৌঁছতে হবে পরীক্ষা কেন্দ্রে।

অগ্নিবীর জেনারেল ডিউটি ও ট্রেডম্যান পদের লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে ১৫টি, অঙ্ক থেকে ১৫টি, সাধারণ বিজ্ঞান থেকে ১৫টি ও যুক্তি(রিজনিং) ৫টি প্রশ্ন থাকবে।

অগ্নিবীর টেকনিক্যাল পদের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও যুক্তি(রিজনিং)-এ ১০টি, অঙ্কে ১৫টি, পদার্থবিদ্যা ও রসায়ন থেকে যথাক্রমে ১৫ ও ১০টি প্রশ্ন থাকবে। যদি আরও কোনও প্রশ্ন থাকে তাহলে ভারতীয় সেনার জারি করা বিজ্ঞাপন দেখতে পারেন।