শিক্ষাগত যোগ্যতা-
জুনিয়র এক্সেকিউটিভ পদে আবেদনের জন্য আবেদনকারীদের ন্যূনতম স্নাতক হতে হবে। এক্ষেত্রে ফিজিক্স, অঙ্কে স্নাতক হওয়া বাধ্যতামূলক। এছাড়া যাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, তারাও এই শূন্যপদে আবেদন করতে পারেন।
বয়সসীমা-
১৪ জুলাই ২০২২-র হিসাব অনুযায়ী আবেদনকারীর সর্বাধিক বয়স ২৭ বছর অবধি হতে পারে। তবে জনজাতি, উপজাতির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমার উপরে ছাড় দেওয়া হয়েছে।
বেতন-
জুনিয়র এক্সেকিউটিভ পদে যারা চাকরি পাবেন, তাদের ন্যূনতম বেতন ৪০ হাজার টাকা হবে। সর্বাধিক ১ লক্ষ ৪০ হাজার টাকা অবধি বেতন হতে পারে।
নির্বাচন পদ্ধতি-
এই শূন্যপদে নিয়োগের জন্য অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। যারা এই পরীক্ষায় সফল হবে, তাদেক তথ্য ভেরিফিকেশন ও ভয়েস টেস্টের জন্য ডাকা হবে।
কীভাবে আবেদন করবেন?
এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার অধীনে জুনিয়র এক্সেকিউটিভ পদে আবেদনের জন্য প্রথমেই www.aai.aero- ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশন বেছে নিতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ তথ্য ও নথি ফিল আপ করে অনলাইনে আবেদন জানাতে হবে।
আবেদন ফি-
এই পদে আবেদনের জন্য ১হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও মহিলা প্রার্থীদের মাত্র ৮১ টাকা দিতে হবে আবেদন ফি বাবদ।
আবেদনের তারিখ-
আগামী ১৫ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই ২০২২।