নয়া দিল্লি: অর্থবর্ষের শেষভাগে এসে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের নামী ব্যাঙ্কে চলছে কর্মী নিয়োগ। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে সম্প্রতিই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ব্যাঙ্কের বিভিন্ন ম্যানেজার পোস্টে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি সেন্ট্রাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন ম্যানেজেরিয়াল পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ১৪৭টি শূন্যপদ রয়েছে। লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আগ্রহী আবেদনকারীরা সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in – এ গিয়ে আবেদন করতে পারবেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকেই এই শূন্যপদে আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৫ মার্চ, ২০২৩ অবধি শূন্যপদে আবেদন জানানো যাবে। মার্চ বা এপ্রিল মাসে কর্মী নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হবে।
সিএম-তথ্য প্রযুক্তি (টেকনিক্যাল)- মোট ১৩টি শূন্যপদ রয়েছে।
এসএম-তথ্য প্রযুক্তি (টেকনিক্যাল)- মোট ৩৬টি শূন্যপদ রয়েছে।
ম্যানেজার-তথ্য প্রযুক্তি (টেকনিক্যাল)- মোট ৭৫টি শূন্যপদ রয়েছে।
এএম-তথ্য প্রযুক্তি (টেকনিক্যাল)- ১২টি শূন্যপদ রয়েছে।
সিএম (ফাংশনাল)- মোট ৫টি শূন্যপদ রয়েছে।
এসএম (ফাংশনাল)-মোট ৬টি শূন্যপদ রয়েছে।
লিখিত পরীক্ষা, ব্যক্তিগত ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষায় যারা পাশ হবেন, তাদের পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য আগ্রহী আবেদনকারীদের ১ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে। এর উপরে ১৮ শতাংশ জিএসটি বসবে। তবে জনজাতি, উপজাতি, মহিলা ও বিশেষভাবে সক্ষমদের জন্য আবেদন ফি-তে ছাড় দেওয়া হয়েছে।