নয়া দিল্লি: মন্দার বাজারে সুরক্ষিত ভবিষ্যতের জন্য সকলেই ভরসা রাখেন সরকারি চাকরির উপরই। তবে করোনাকালে থমকে গিয়েছিল নিয়োগ প্রক্রিয়া। তবে সংক্রমণ কমতেই ফের শুরু হয়েছে নিয়োগ। সরকারি-বেসরকারি, একাধিক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এবার ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএলেও নিয়োগ শুরু হচ্ছে। কেন্দ্রের অধীনস্থ এই সংস্থায় এক বছরের জন্য অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।
বিএসএনএলের তরফে জানানো হয়েছে, হরিয়ানা টেলেকম সার্কেলের বিজনেস এরিয়ায় নিয়োগ করা হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৯ জুলাই।
বিএসএনএলের তরফে জানানো হয়েছে, একমাত্র ভারতীয়রাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে পারে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, জনজাতি, উপজাতি ও অন্যান্যদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
বিএসএনএলের তরফে জানানো হয়েছে, যারা ইতিমধ্যেই অ্যাপ্রেন্টিসশিপ করেছেন বা এক বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। শুধুমাত্র ফ্রেশাররাই এই পদে আবেদন করতে পারবেন।
অ্য়াপ্রেন্টিস পদে কর্মরতদের মাসিক ৮ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
টেকনিক্যাল ও নন-টেকনিক্য়াল কোর্সে স্নাতকরা আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমাপ্রাপ্তরাও এই পদে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের প্রাপ্ত নম্বর বা মোট নম্বরের শতাংশের উপরে ভিত্তি করেই যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।
আগ্রহী প্রার্থীরা সরাসরি সরকারি ওয়েবসাইট www.mhrdnats.gov.in -এ গিয়ে আবেদন জানাতে পারেন।
গত ২০ জুন থেকে এই শূন্যপদে নিয়োগ শুরু হয়েছে। আগামী ১৯ জুলাই অবধি এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে।