Primary TET: প্রাথমিকে ১১,৭৬৫ শূন্যপদে বিজ্ঞপ্তি জারি, কীভাবে অনলাইনে আবেদন করবেন?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 21, 2022 | 6:09 PM

Primary TET: বছর কয়েক অপেক্ষার পর প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত হলে আবেদন করা যাবে।

Primary TET: প্রাথমিকে ১১,৭৬৫ শূন্যপদে বিজ্ঞপ্তি জারি, কীভাবে অনলাইনে আবেদন করবেন?
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা : নিয়োগ নিয়ে দীর্ঘ মামলা-মোকদ্দমার পর অবশেষে প্রকাশ হয়েছে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি। টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। ১১ হাজার ৭৬৫ শূন্যপদে নিয়োগ হবে। পুজোর আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবার আবেদন প্রক্রিয়ার কথা জানানো হল।

যোগ্যতা

প্রাইমারি টেটে আবেদনের জন্য ডি.এল.এড কোর্স করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারতেন। এবার নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, বি.এড পাস করা প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন ফি

এই পরীক্ষায় আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ১৫০ টাকা, ওবিসি প্রার্থীদের ১০০ টাকা ও তফশিলি জাতি বা উপজাতিভুক্ত প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে।

অনলাইনে কীভাবে আবেদন করবেন?

২১ অক্টোবর, শুক্রবার থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হচ্ছে। বিকেল ৪ টে থেকে আবেদনের জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। যে সব ওয়েবসাইটে আবেদন করা যাবে, সেগুলি হল, www.wbbpe.org ও wbbprimaryeducation.org.

উল্লেখ্য, ২০১৪ সালে ২০ লক্ষ ১ হাজার ৩০১ জন আবেদন করেছিলেন প্রাথমিকের জন্য। উত্তীর্ণ হন ১ লক্ষ ২৪ হাজার ৮৫২ জন। নিয়োগের জন্য আবেদন করেছিলেন ১ লক্ষ ১৮ হাজার ৮২১ জন। ২০১৭ সালে টেট পাশ করেন ৯ হাজার ৮২১ জন। এই পরীক্ষার জন্য নতুন করে সিলেবাস তৈরি করছে পর্ষদ।

Next Article