Foreign Correspondent: ফরেন করেসপন্ডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন? সেটাকে সত্যি করবেন কীভাবে?
Foreign Correspondent: এই বিষয়ে নিজের কেরিয়ার গড়তে চাইলে সাংবাদিকতা, গণজ্ঞাপন (মাস কমিনিউকেশন), আন্তর্জাতিক সম্পর্ক বা রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকাটা প্রয়োজন।

ফরেন করেসপন্ডেন্ট বা বিদেশী সংবাদদাতার পেশা যেমন আকর্ষণীয় তেমনই চ্যালেঞ্জিং। এই পেশায় বিভিন্ন দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনা রিপোর্ট করতে হয় আন্তর্জাতিক পাঠকদের জন্য। এর জন্য প্রয়োজন দৃঢ় সাংবাদিক দক্ষতা, সাংস্কৃতিক সংবেদনশীলতা ও বিশ্ব রাজনীতির গভীর জ্ঞান। কী ভাবে হয়ে উঠবেন একজন ফরেন করেসপন্ডেন্ট?
এই বিষয়ে নিজের কেরিয়ার গড়তে চাইলে সাংবাদিকতা, গণজ্ঞাপন (মাস কমিনিউকেশন), আন্তর্জাতিক সম্পর্ক বা রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকাটা প্রয়োজন।
সঙ্গে চাই উন্নত লেখনশৈলী ও রিপোর্টিং দক্ষতা। এই দুই গুণ থাকলে আলাদা গুরুত্ব পাওয়া যায়। এই পেশার আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হল বিভিন্ন ভাষার উপর দক্ষতা। ইংরেজির পাশাপাশি অন্য আন্তর্জাতিক ভাষা যেমন ফরাসি, স্প্যানিশ, আরবি বা চাইনিজ বা অন্য কোনও ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা হয়। আবার যেখানে কাজের সূত্রে যাচ্ছেন সেখানকার থানীয় ভাষা জানাটা অত্যন্ত জরুরি। তাই প্রয়োজন সহজে এবং কম সময়ে কোনও কিছু শিখে নেওয়ার দক্ষতা।
জীবনের প্রথমেই কেউ চাইলে ফরেন করেসপন্ডেন্ট হয়ে যেতে পারেন না। তাঁর জন্য চাই দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা। স্থানীয় বা জাতীয় সংবাদমাধ্যমে রিপোর্টার হিসেবে কিছু বছর কাজের অভিজ্ঞতা থাকা জরুরি।
যুদ্ধ, দুর্যোগ বা রাজনৈতিক টেনশনের মতো জটিল পরিস্থিতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে। চাই আন্তর্জাতিক রাজনীতি ও ইতিহাসের জ্ঞান। বিভিন্ন দেশের সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে পারার দক্ষতা। তথ্যের সত্যতা যাচাই করে নির্ভরযোগ্য রিপোর্ট তৈরি করতে হবে। প্রয়োজন অল্প সময়ের মধ্যে কোনও নতুন জায়গায় প্রতিকূল পরিস্থিতিতে নিজের নেটওয়ার্ক তৈরি করার বিশেষ দক্ষতা।
আধুনিক সাংবাদিকতায় ফিল্মিং ও ছবি তোলা জানলে রিপোর্ট আরও শক্তিশালী হয়। ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা বেশ উপকারী। ব্লগ, সোশ্যাল মিডিয়া ও ওয়েব রিপোর্টিং-এর অভিজ্ঞতা থাকলে আন্তর্জাতিক মিডিয়া সংস্থা সহজে নিয়োগ করে।
মনে রাখবেন, ফরেন করেসপন্ডেন্ট হওয়া কেবল চাকরি নয়, বরং এক দায়িত্বপূর্ণ পেশা। সাহস, নিষ্ঠা, ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থাকলে আপনি হতে পারেন একজন সফল আন্তর্জাতিক সাংবাদিক।
