Recruitment 2023: উপকূলরক্ষী বাহিনী, অসম রাইফেলস সহ বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ, এক ক্লিকে করুন আবেদন

Govt Job: উপকূল রক্ষীবাহিনীতে ফিটার, ক্লিনার এবং সুইপার পদে নিয়োগ হবে। একইসঙ্গে অসম রাইফেলস-এ স্পোর্টস কোটা থেকে রাইফেল ম্যান পদে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে।

Recruitment 2023: উপকূলরক্ষী বাহিনী, অসম রাইফেলস সহ বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ, এক ক্লিকে করুন আবেদন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 12:06 AM

নয়া দিল্লি: ব্যাঙ্কিং সেক্টর থেকে সেনাবাহিনীতে চাকরি পাওয়ার দারুণ সুযোগ এসেছে। উপকূল রক্ষীবাহিনীতে (ICG) ফিটার, ক্লিনার এবং সুইপার পদে নিয়োগ হবে। একইসঙ্গে অসম রাইফেলস (Assam Rifles)-এ স্পোর্টস কোটা থেকে রাইফেল ম্যান পদে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া আরও অনেক বিভাগে এক হাজারের বেশি পদে নিয়োগ চলছে। আবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে অর্থাৎ AIIMS-এর নাগপুর ও ভুবনেশ্বর শাখায় সরকারি চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। যোগ্যতা অনুযায়ী AIIMS-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। নীচে বিস্তারিত দেওয়া হল।

অসম রাইফেলে শূন্যপদ

অসম রাইফেলসের ক্রীড়া কোটার অধীনে রাইফেলম্যান এবং রাইফেলওম্যান পদের জন্য ৮১টি শূন্যপদ রয়েছে। ফুটবল, অ্যাথলেটিক্স, রোয়িং, পেনকাক সিলাট, ক্রস কান্ট্রি, আর্চারি, বক্সিং, সেপাক টেকরো এবং ব্যাডমিন্টনের মতো বিভিগে যোগ্য খেলোয়াড়রা অসম রাইফেলসের বিভিন্ন বিভাগে নিয়োগের জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই।

AIIMS নাগপুর

AIIMS নাগপুরে সহযোগী অধ্যাপক, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, ল্যাব টেকনিশিয়ান, ল্যাব অ্যাটেনডেন্ট, স্টেনোগ্রাফার এবং হাসপাতাল সহকারী সহ বিভিন্ন পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। মোট ৫৪টি শূন্য পদে নিয়োগ করা হবে। আরও বিস্তারিত জানার জন্য www.aiimsnagpur.edu.in দেখুন।

আবার AIIMS ভুবনেশ্বরেও শূন্যপদ প্রকাশ করা হয়েছে। এখানে বিভিন্ন বিভাগে মোট ২৪টি শূন্যপদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.aiimsshubaneswar.nic.in দেখুন।

ICG নিয়োগ 2023

ইন্ডিয়া কোস্ট গার্ড বা উপকূলরক্ষী বাহিনীতে সিভিলিয়ান এমটিডি, এমটি ফিটার, এমটি ক্লিনার, মালি, পিয়ন এবং সুইপার সহ বিভিন্ন বিভাগে ১০টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এই সমস্ত পদে আবেদনের শেষ তারিখ ১৪ অগস্ট।