অনেকেই স্বপ্ন দেখেন দেশের সুরক্ষায় নিজেকে নিয়োজিত করার। ভারতীয় সেনায় যোগদান করে অনেকেই সে স্বপ্নকে বাস্তবায়িতও করেন। প্রতি বছর ৩৫ থেকে ৪০ লক্ষ ছেলেমেয়ে সেনায় যোগদানের জন্য আবেদন করেন। দেশের জন্য কাজ, পদে পদে চ্যালেঞ্জ নেওয়ার সুযোগের সঙ্গে আকর্ষনীয় বেতনও রয়েছে। বিভিন্ন সময় ভারতীয় সেনায় যোগদানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। নিঃসন্দেহে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা প্রথম বিচার্য। শারীরিক ও মানসিক দু’ক্ষেত্রেই ফিট হওয়া বাঞ্ছনীয়। কারণ, দেশ রক্ষায় একজন সেনাকে যে কোনও জায়গায়, যে কোনও অবস্থায় নিজেকে নিয়োজিত করতে হবে। বহু দুর্গম, কঠিন পথে চলতে হয় সেনাদের। ফিজিকাল ফিটনেসের খামতি হলে তা কখনওই সম্ভব নয়। অন্যদিকে মানসিকভাবে দুর্বল হলেও সেনায় যোগদান সম্ভব নয়। মানসিকভাবে ভেঙে পড়া বা দুর্বল হওয়ার পাস্ট রেকর্ড থাকলে তাঁর সেনায় চাকরি পাওয়া কঠিন।
কোন পদে যোগ দেবেন তার উপর সবটাই নির্ভর করবে। ভারতীয় সেনায় চাকরি পেতে গেলে প্রার্থীকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া শর্ত পূরণ হলে তারপরই লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন প্রার্থী। এছাড়াও আরও টেস্ট আছে। তার মধ্যে শারীরিক পরীক্ষা ও মেডিক্যাল টেস্টও রয়েছে। তবে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে কোন পদে আবেদন করছেন, তার উপর নির্ভর করে। মেডিক্যাল টেস্ট কিন্তু প্রায় একইরকম হয়।
দশম শ্রেণির পরই সেনায় (সোলজার জেনারেল ডিউটি) যোগ দিতে চাইলে সেক্ষেত্রে বয়সসীমা ১৭ থেকে ২১-এর মধ্যে থাকতে হয়। মোট ৪৫ শতাংশ নম্বর এবং প্রতি বিষয়ে কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর থাকা দরকার। আবার সেনায় টেকনিক্যাল পদে যোগদানের জন্য দ্বাদশে মোট প্রাপ্ত নম্বর ৫০ শতাংশ হতে হবে। প্রতি বিষয়ে ৪০ শতাংশ। ভারতীয় সেনায় (Recruitment Rally) ভর্তির জন্য ১০০ নম্বরের ফিজিকাল টেস্ট হয়।
এরমধ্যে দৌড়, পুশ-আপ, হাইজাম্প থাকে। ১৬০০ মিটার দৌড় থাকে শারীরিক পরীক্ষায়। ৫ মিনিট ৩০ সেকেন্ডে কেউ দৌড় শেষ করতে পারলে তিনি ৬০ নম্বর পাবেন। ৫ মিনিট ৩১ সেকেন্ড ৪৫ সেকেন্ডে দৌড় শেষ করলে পাওয়া যাবে ৪৮ নম্বর। ৫ মিনিট ৪৬ সেকেন্ড বা এর বেশি সময়ে কেউ দৌড় শেষ করলে তা ফেল বলেই ধরে নেওয়া হয়। এরপর মেডিক্যাল টেস্ট। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৫৭.৫ সেমি, মহিলাদের জন্য ১৫২ সেমি হওয়া দরকার। তবে উত্তর পূর্ব ভারত-সহ একাধিক পার্বত্য এলাকার বাসিন্দা এবং লাক্ষাদ্বীপের প্রার্থী হলে তাদের ক্ষেত্রে উচ্চতার পরিমাপ আলাদা হয়।