ISRO Recruitment 2023: ISRO-এ চাকরির সুযোগ, পরীক্ষার দিন ঘোষণা করল মহাকাশ গবেষণা সংস্থা

ISRO Recruitment 2023: ইসরোর তরফে জানানো হয়েছে, অ্যাসিস্টেন্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার সহ মোট ৫২৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ১০ ডিসেম্বর এই শূন্যপদো নিয়োগের পরীক্ষা হবে।

ISRO Recruitment 2023: ISRO-এ চাকরির সুযোগ, পরীক্ষার দিন ঘোষণা করল মহাকাশ গবেষণা সংস্থা
ফাইল চিত্রImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 7:35 AM

নয়া দিল্লি: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে চাকরি করতে চান? তবে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এবার। ইসরোর তরফে প্রকাশ করা হল একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আগামী ১০ ডিসেম্বর এই শূন্যপদো নিয়োগের পরীক্ষা হবে।

ইসরোর তরফে জানানো হয়েছে, অ্যাসিস্টেন্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্টেন্ট, আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার সহ মোট ৫২৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

প্রথমেই ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট www.isro.gov.in- এ ক্লিক করতে হবে।

এরপর অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করে কার্ড ডাউনলোড করুন।

পরীক্ষার প্যাটার্ন-

জেনারেল ইংরেজি, কোয়ানটিটেটিভ অ্যাপ্টিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এবিলিটি, জেনারেল নলেজের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ে ৫০টি প্রশ্ন থাকবে। দুই ঘণ্টা সময়সীমা এই পরীক্ষার।