JEE অ্যাডভান্সড ২০২৩ পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু, শেষ দিন কবে?

JEE অ্যাডভান্সড ২০২৩ -এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কয়েকদিন পরই, আগামী ২৯ মে, ২০২৩ পরীক্ষার অ্যাডমিট কার্ড জারি করা হবে। ৪ জুন, ২০২৩ তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

JEE অ্যাডভান্সড ২০২৩ পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু, শেষ দিন কবে?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 11:55 PM

নয়া দিল্লি: ন্যাশনাল টেস্টিং এজেন্সি JEE মেইন ২০২৩ সেশন-২ -এর ফলাফল ঘোষণা করেছে। এবার ৩০ এপ্রিল, ২০২৩ থেকেই JEE অ্যাডভান্সড ২০২৩ -এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি, jeeadv.ac.in-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। JEE অ্যাডভান্সড ২০২৩ -এর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার শেষ দিন ৭ মে, ২০২৩। তবে ৮ মে পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

JEE অ্যাডভান্সড ২০২৩ পরীক্ষার ফি JEE অ্যাডভান্সড ২০২৩ পরীক্ষায় ফি বাবদ মহিলা এবং SC/ST প্রার্থীদের ১৪৫০ টাকা এবং অন্যান্য সমস্ত বিভাগের আবেদনকারীদের ২৯০০ টাকা দিতে হবে। আরও বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা আইআইটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি পরীক্ষা করতে পারেন।

JEE অ্যাডভান্সড ২০২৩ -এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কয়েকদিন পরই, আগামী ২৯ মে, ২০২৩ পরীক্ষার অ্যাডমিট কার্ড জারি করা হবে। ৪ জুন, ২০২৩ তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের নম্বরের মাধ্যমেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

JEE অ্যাডভান্সড পরীক্ষার প্রক্রিয়া JEE অ্যাডভান্সড ২০২৩ পরীক্ষায় দুটি পত্র থাকবে এবং একই দিনে দুটি পত্রের পরীক্ষা হবে। প্রথম পত্রের পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং চলবে দুপুর ১২টা পর্যন্ত। মাঝে কয়েক ঘণ্টা বিরতির পর দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে এবং শেষ হবে বিকাল সাড়ে ৫টায়। জেইই অ্যাডভান্সড ২০২৩ পরীক্ষার দিন এখনও পর্যন্ত ৪ জুন, ২০২৩ তারিখে স্থির হয়েছে।

JEE অ্যাডভান্সড পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ অনলাইন রেজিস্ট্রেশনের তারিখ – ৩০ এপ্রিল, ২০২৩ অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ – ৭ মে, ২০২৩ আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ – ৮ মে, ২০২৩ JEE অ্যাডভান্সড অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ – ২৮ মে, ২০২৩ JEE অ্যাডভান্সড ২০২৩ পরীক্ষা – সম্ভবত ৪ জুন, ২০২৩ JEE অ্যাডভান্সড, ২০২৩ চূড়ান্ত উত্তরপত্র এবং ফলাফল – ১৮ জুন, ২০২৩ 2023

JEE Advanced 2023 কিভাবে আবেদন করবেন? ১)অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in দেখুন। ২) JEE Advanced 2023 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন। ৩) সমস্ত প্রয়োজনীয় বিবরণ লিখুন। ৪) অনলাইনে ফি জমা দিন।

JEE Advanced 2023 পরীক্ষা হবে অনলাইন মোডে। প্রতি বছর প্রায় আড়াই লক্ষ প্রার্থী এই প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে। JEE অ্যাডভান্সড ২০২৩ পরীক্ষাটি IIT কানপুর, IIT মাদ্রাজ, IIT দিল্লি, IIT বোম্বে, IIT খড়গপুর, IIT গুয়াহাটি এবং IIT রুরকি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc) বেঙ্গালুরুর জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (IISc) -এর অধীনে যে কোনও একটি দ্বারা পরিচালিত হয়।