নয়া দিল্লি: ভারতের মতো দেশে রেল লাইনকে ‘লাইফলাইন’ও বলা হয়। উত্তর থেকে দক্ষিণ দেশ জুড়ে বহু ট্রেন যাতায়াত করে প্রতিদিন। দেশের একটা বড় অংশের যাতায়াতের মাধ্যম এই রেল (Indian Railway)। স্বাভাবিকভাবেই সেখানে চাকরির সুযোগও অনেক। সারা বছর বিভিন্ন শাখার রেলে নিয়োগ হয়ে থাকে। রেলে চাকরিতে বেতনের পাশাপাশি অনেক সুযোগ সুবিধাও পাওয়া যায়, তাই এই চাকরির অপেক্ষায় থাকেন অনেকেই। এবার রেলে চাকরির সুযোগ নিয়ে এল দক্ষিণ-পশ্চিম রেল। ইতিমধ্যে আবেদন নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
rrchubli.in ওয়েবসাইটে গিয়ে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ১৭ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হচ্ছে, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জানুয়ারি, ২০২৩।
মোট ২১ টি পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুধুমাত্র স্পোর্টস কোটাতেই এই নিয়োগ হচ্ছে।
১৮ থেকে ২৫ বছর বয়সীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিভিন্ন স্তরের চাকরির জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা ধার্য করা হয়েছে, বিজ্ঞপ্তিতেই স্পষ্ট করা হয়েছে।
যোগ্য প্রার্থীদের ট্রায়ালের জন্য ডাকা হবে। স্পোর্টস অর্থাৎ ক্রীড়াক্ষেত্রে দক্ষতা যাচাই করা হবে। দক্ষিণ-পশ্চিম রেলের তরফে সেই ট্রায়ালের দিন পরে জানানো হবে। হুব্বালি, বেঙ্গালুরু ও মাইসোরে ট্রায়াল হবে।
প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে ৫০০ টাকা করে। তবে এসসি, এসটি, এক্স সার্ভিসমেনদের জন্য পরীক্ষার ফি ২৫০ টাকা করে। বাকি তথ্যের জন্য আরআরসি হুবলির ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে।