ভারতীয় নৌসেনায় প্রচুর নিয়োগ। পুরুষ ও মহিলা উভয়েই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় নৌসেনার অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। অগ্নিবীর হিসেবে নৌবাহিনীতে যোগ দিতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। মোট ১৪০০ শূন্যপদে হবে নিয়োগ, তার মধ্যে সর্বাধিক ২৮০ টি পদে নিয়োগ করা হবে মহিলাদের।
ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্টে প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে তালিকা তৈরি করতে হবে। অগ্নিবীরদের মাসে ৩০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে, নির্দিষ্ট সময়ে হবে বেতন বৃদ্ধি। এছাড়াও পোশাক সহ বেশ কয়েক রকমের ভাতা রয়েছে। ওয়েবসাইটে গিয়ে দ্রুত আবেদন করতে হবে।
প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। একাদশ-দ্বাদশে অঙ্ক, পদার্থবিদ্যা থাকা বাধ্যতামূলক। এছাড়া রসায়ন, জীববিদ্যা বা কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনও একটি বিষয় থাকতে হবে।
কেবলমাত্র অবিবাহিতরা এই পদের জন্য আবেদন করতে পারে। চাকরির চার বছরের মেয়াদের মধ্যে বিয়ে করা যাবে না। অবিবাহিত হিসেবে সার্টিফিকেট দিতে হবে এনরোলমেন্টের সময়।
নৌসেনার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। পরীক্ষা কেন্দ্র অনলাইনেই বেছে নেওয়া যাবে। ২০২৩-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ওয়েবসাইট থেকেই তা ডাউনলোড করতে হবে।
তিন ধাপে হবে পরীক্ষা। প্রথমে অনলাইনে পরীক্ষা হবে সর্বভারতীয় স্তরে। এরপর ভারতীয় নৌসেনার নির্ধারিত কেন্দ্রে হবে লিখিত পরীক্ষা। অফিশিয়াল ওয়েবসাইটেই মিলবে সিলেবাস। অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে।
তৃতীয় ধাপে হবে মেডিক্যাল পরীক্ষা। নৌসেনার আইএনএস চিল্কায় হবে শারীরিক পরীক্ষা। যাঁদের বাছাই করা হবে তাঁরা চাকরির সযোগ পাবেন। যাঁরা আনফিট হিসেবে বিবেচিত হবেন, তাঁরা যদি ইচ্ছুক হন তাহলে আইএনএইচএস নিহারিনী বা আইএনএইচএস কল্যানীতে থাকতে পারবেন ২১ দিনের জন্য।