TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Dec 18, 2022 | 8:50 AM
আপনি কি গবেষণা করছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এবার উচ্চশিক্ষার পাশাপাশিই কর্মসংস্থানের সুযোগও পাবেন। এই সুযোগ তৈরি করে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতিই জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি শূন্যপদে নিয়োগ করা হবে।
যারা এই শূন্যপদে আবেদন করতে আগ্রহী, তারা সরাসরি অনলাইনে আবেদন পাঠাতে পারেন। এর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট jaduniv.edu.in- এ লগ ইন করতে পারেন।
বেতন- জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের ক্ষেত্রে মোটা অঙ্কের বেতনও মিলবে। মাসিক ৩১ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আবেদনের শেষ তারিখ- ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারিখ ২৪ ডিসেম্বর ২০২২।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই স্নাতকোত্তর পাশ হতে হবে। এছাড়া বিস্তারিত তথ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে।