কলেজে পড়ার সময় থেকেই সবাই কেরিয়ারের নিজের নিজের পথ বেছে নিই। সেই মর্মে প্রস্তুতিও শুরু হয়ে যায়। প্রস্তুতির পাশাপাশি থাকে সুযোগের অপেক্ষা। এবার সেই অপেক্ষা শেষ। শুধুমাত্র সরকারি চাকরিই নয় বস্ত্র মন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থার নাম:
বস্ত্র মন্ত্রক (Ministry of Textiles)
পদের নাম:
অ্যাটেনড্যান্ট (Attendant) ও জুনিয়র ওয়েভার (Junior Weaver) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদের সংখ্যা :
মোট ৩০ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।
বেতন :
প্রতি মাসে বেতন মিলবে ১৮ হাজার থেকে ৯২ হাজার ৩০০ টাকা।
নিয়োগ স্থল:
ভারতের বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কলকাতা, ফুলিয়া, অসমের গুয়াহাটি, ভুবনেশ্বর, ওড়িশার বারগাহ, বিহারের ভাগলপুর, ঝাড়খণ্ডের রাঁচি, ত্রিপুরার আগরতলা, মণিপুরের ইম্ফল, নাগাল্যান্ডের ডিমাপুর ও মিজ়োরামের আইজ়লে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য বস্ত্র মন্ত্রকের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণি, আইটিআই, ডিপ্লোমা করতে হবে।
বয়সসীমা:
বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Director, Weavers Service Centre, IIHT Campus, Jawahar Nagar, Khanapara, Guwahati-781022
আবেদনমূল্য:
এই পদে আবেদনের জন্য কোনও টাকা দিতে হবে না।
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
৬ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।
বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন