শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি সমানভাবে গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যও। অনেকে তাচ্ছিল্য করলেও মানসিক স্বাস্থ্য ঠিক না থাকলে তার প্রভাব চাকরিক্ষেত্রে, সম্পর্কে পড়ে। মানসিক স্বাস্থ্য ঠিক থাকলে কর্মক্ষেত্রেও তার পজিটিভ প্রভাব পড়ে। এবার এই পথেই হাঁটল ই-কমার্স সংস্থা মিশো (Meesho)। মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে কর্মীদের জন্য টানা ১১ দিনের ছুটি ঘোষণা করল এই প্ল্যাটফর্ম।
তবে এই পদক্ষেপ মিশোর প্রথমবার নয়। আগের বছরও সংস্থার কর্মীদের মানসিক স্বাস্থ্যের স্বার্থে লম্বা ছুটি দিয়েছিল মিশো। এবার পুনরায় কর্মীদের মধ্যে কাজ করার ইচ্ছেশক্তিকে পুনরুজ্জীবিত করতে ছুটি ঘোষণা করল এই সংস্থা। মিশোর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ‘রিসেট ও রিসার্চ’ উদ্যোগের মাধ্যমে কর্মীদের কয়েকদিনের জন্য কাজ থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হবে। প্রসঙ্গত, পুজোর মরসুমে এই ধরনের ই-কমার্স সংস্থাগুলিতে কাজের চাপ অনেকটাই বেশি থাকে। তাই পুজোর মরসুম শেষে কর্মীরা যাতে নিজেদের মতো করে ছুটি কাটিয়ে একেবারে ফ্রেশ হয়ে কাজে ফিরতে পারেন তার বন্দোবস্ত করল মিশো।
মিশোর সিটিও ও প্রতিষ্ঠাতা সঞ্জীব বার্নওয়াল টুইটে জানিয়েছেন, ‘এই নিয়ে দ্বিতীয় বছর সংস্থায় টানা ১১ দিনের ছুটি ঘোষণা করেছি আমরা।’ তিনি আরও লেখেন, ‘সামনে পুজোর মরসুম এবং কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের কথা মাথায় রেখে মিশোর কর্মীরা ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর অবধি ছুটি নেবেন নিজেদের রিসেট ও রিচার্জ করার জন্য।’ অর্থাৎ, এই সংস্থা কর্মীদের মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দিয়ে দ্বিতীয়বারের জন্য ১১ দিনের ছুটি ঘোষণা করেছে। এর আগেও কর্মীদের সুবিধার্থে একাধিক ছুটি ঘোষণা করতে দেখা গিয়েছে এই ই-কমার্স সংস্থাকে।