AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CLAT নয়, এই পরীক্ষা দিয়েই দেশের সেরা ল ইউনিভার্সিটিতে ভর্তি হবে, জানুন বিস্তারিত

National Law University: প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৩ নভেম্বর, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করা যেতে পারে। ১০ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

CLAT নয়, এই পরীক্ষা দিয়েই দেশের সেরা ল ইউনিভার্সিটিতে ভর্তি হবে, জানুন বিস্তারিত
প্রতীকী ছবি।Image Credit: TV9 Bharatvarsh
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 12:39 AM
Share

নয়া দিল্লি: ন্যাশনাল ল ইউনিভার্সিটি, দিল্লি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য বিএ এলএলবি (অনার্স), এলএলএম এবং পিএইচডি কোর্সে ভর্তির জন্য অল ইন্ডিয়া ল এন্ট্রান্স পরীক্ষা ২০২৪-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট Nationallawuniversitydelhi.in এর মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারে। আবেদন করার জন্য শিক্ষার্থীকে ৩৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৩ নভেম্বর, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করা যেতে পারে। ১০ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আরও তথ্যের জন্য, প্রার্থীরা ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন।

পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে

এবার এনএলইউ দিল্লি এলএলএম এবং পিএইচডি প্রোগ্রামের পরীক্ষার প্যাটার্ন পরিবর্তন করেছে। প্রথমবারের মতো সমাজ বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি চালু করা হয়েছে। মূল পরিবর্তন হল, এবার থেকে সমস্ত কোর্সের জন্য AILET প্রবেশিকা পরীক্ষার সময় যেমন বিএ এলএলবি (অনার্স), এলএলএম এবং পিএইচডি-র পরীক্ষা হবে দু-ঘণ্টা, আগে পরীক্ষার সময় ছিল দেড় ঘণ্টা। প্রবেশিকা পরীক্ষা শুধুমাত্র মাল্টিপল প্রশ্নের উপর ভিত্তি করে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে ১০০টি MCQ থাকবে এবং প্রতিটি প্রশ্নে ১ নম্বর থাকবে। প্রবেশিকা পরীক্ষায় শুধুমাত্র আইন সম্পর্কিত প্রশ্ন করা হবে।

এসব বিষয়ে পিএইচডি হয় NLU দিল্লি ২০২৪ সালের জন্য সামাজিক বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অপরাধবিদ্যা, অর্থনীতি এবং ইংরেজিতে পিএইচডি ডিগ্রি শুরু করেছে। পিএইচডি-র জন্য প্রবেশিকা পরীক্ষা হবে MCQ ভিত্তিক এবং এতে ১০০টি MCQ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর থাকবে। 50টি MCQ হবে গবেষণা পদ্ধতি বিষয় থেকে। যেখানে আইনে পিএইচডির জন্য বাকি ৫০টি এমসিকিউ প্রশ্ন করা হবে আইনের বিভিন্ন শাখা থেকে। সামাজিক বিজ্ঞানে পিএইচডি করার জন্য অবশিষ্ট ৫০টি MCQ সামাজিক বিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে হবে।

এভাবে আবেদন করুন

১) NLU Nationallawuniversitydelhi.in-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। ২)মোবাইল নম্বর ইত্যাদি লিখে আবেদন করুন। ৩) প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন। ৪) আবেদন ফি অনলাইনে জমা দিন এবং ফর্মটি সাবমিট করুন।

এসব শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে

অনেক শহরে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। বেঙ্গালুরু, বিলাসপুর (ছত্তিশগড়), ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, কোচিন, কটক, দেরাদুন, দিল্লি, গান্ধীনগর, গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, গুরুগ্রাম, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জবলপুর, জয়পুর, জম্মু, যোধপুর, কানপুর, কলকাতা, কোটা, লখনউ, মাদুরাই, মুম্বই, নাগপুর, পাটনা, পুনে, রায়পুর, রাঁচি, তিরুবনন্তপুরম, সিমলা, শিলিগুড়ি, বারাণসী এবং বিশাখাপত্তনম।