ছোটোবেলা থেকেই ‘সেবাই পরম ধর্ম’, এই নীতি মেনে চলেন! আমরা স্কুল,কলেজে পড়াকালীনই ছোটো ছোটো স্বপ্ন বুনতে শুরু করি। কেউ স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ লেখিকা বা আবার কেউ মানুষের সেবা করবেন ভেবে নার্স হওয়ার কথা ভাবেন। তারপর সেই স্বপ্ন পূরণের দিকেই ধাপে ধাপে এগোতে থাকেন। এবার সেইসব প্রার্থীদের জন্য এল বড় সুযোগ। রয়েছে নার্সিং অফিসার পদে চাকরির সুবর্ণ সুযোগ। ওড়িশা সাব-অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশন (OSSSC) অধীনে ৪ হাজারেরও বেশি পদে নিয়োগ চলছে।
পদের নাম :
নার্সিং অফিসার
শূন্যপদ :
৪০৭০ টি পদে চলছে নিয়োগ। অসংরক্ষিত পদ ২০৩৫ টি। SC দের ৮৯৮ টি। ST ৬৪৭ টি ও SEBC দের জন্য রয়েছে ৪৯০ টি পদ।
আবেদনের পদ্ধতি :
অনলাইনেই এই শূন্য়পদের জন্য আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :
উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে প্রার্থীকে। সঙ্গে ভারতের নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত কোনও প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে জিএনএম/বি.এসসি নার্সিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা :
চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩৮ বছরের মধ্যে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে।
আবেদন মূল্য :
এই চাকরিতে আবেদনের জন্য কোনওরকম ফি লাগবে না।
আবদনের জন্য এখানে ক্লিক করুন।
বেতন :
লেভেল ৮ এর কর্মীদের জন্য ২৯,২০০-৯২,৩০০ টাকা বেতন হতে পারে।
আবেদনের শেষ তারিখ :
৭ জুন অবধি এই পদের জন্য আবেদন করা যাবে
আবেদন করার জন্য এখানে ক্লিক করুন