Railway Jobs: অষ্টম/মাধ্যমিক পাশদের জন্য রেলে ৩৩৬৬টি শিক্ষানবিশ পদে নিয়োগ বাংলায়

TV9 Bangla Digital | Edited By: Shubhendu Debnath

Oct 02, 2021 | 7:30 PM

আবেদন নেওয়া শুরু হবে আগামী ৪ অক্টোবর ২০২১ থেকে এবং আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর ২০২১ বিকেল ৬টা। প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীরা নিয়মানুযায়ী স্টাইপেন্ড পাবেন।

Railway Jobs: অষ্টম/মাধ্যমিক পাশদের জন্য রেলে ৩৩৬৬টি শিক্ষানবিশ পদে নিয়োগ বাংলায়

Follow Us

কলকাতা: রাজ্যে বিভিন্ন রেলওয়ে ডিভিশনে বিভিন্ন পদে প্রশিক্ষণের জন্য প্রচুর শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী অষ্টম শ্রেণি, মাধ্যমিক এবং আইটিআই পাশ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক সহ পশ্চিমবঙ্গের যে কোনও মানুষ এই পদে আবেদন করতে পারবেন।

 

ডিভিশন, শূন্যপদ

রেলওয়ে বিভাগের হাওড়া ডিভিশনে মোট শূন্য পদ ৬৫৯টি। এর মধ্যে জেনারেলে ২৭০টি, এসসি-৯৮টি, এসটি-৪৯টি, ওবিসি-১৭৭টি, ইডব্লিউএস-৬৫টি।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬৫৯টি পদের মধ্যে ফিটার-২৮১টি, ওয়েল্ডার-৬১টি, MeCh (MV)-৯টি, Mech (Dsl) -১৭টি, MeCh (MV)-৯টি, কার্পেন্টার-৯টি, পেইন্টার-৯টি, লাইন্সম্যান (জেনারেল)-৯টি, ওয়্যারম্যান-৯টি, Ref & AC Mech-১৭টি, ইলেকট্রিশিয়ান-২২০টি, Mechanic Machine Tool Maint-৯টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

রেলওয়ে বিভাগের শিয়ালদহ ডিভিশনে মোট শূন্যপদের সংখ্যা ১১২৩টি। এর মধ্যে জেনারেলে ৪৫৮টি, এসসি-১৬৭টি, এসটি-৮৪টি, ওবিসি-৩০৩টি, ইডব্লিউএস-১১১টি।

১১২৩টি শূন্যপদের মধ্যে ফিটার/ইলেকট্রিশিয়ান পদে ৪৩০টি, ওয়্যারম্যান পদে- ৮৯টি, Ref & AC Mech পদে-৩৯৫টি, লাইনম্যান পদে-৪০টি, ওয়েল্ডার C &W পদে ৩১টি, ফিটার Mech (C&W) পদে-১০৮টি, ওয়েল্ডার (Engg) পদে ৩০টি শূন্য পদে নিয়োগ করা হবে।

আসানসোল ডিভিশনে মোট শূন্যপদের সংখ্যা ৪১২টি। এর মধ্যে জেনারেল ১৬৭টি, এসসি-৬২টি, এসটি-৩০টি, ওবিসি-১১২টি, ইডব্লিউএস-৪১টি।

এই ৪১২টি পদের মধ্যে ফিটার পদে ১৫১টি, টার্নার পদে ১৪টি, ওয়েল্ডার পদে-৯৬টি, ইলেকট্রিশিয়ান পদে-১১০টি, Mech (Diesel) পদে ৪১টি শূন্যপদ রয়েছে।

মালদা ডিভিশনে মোট শূন্যপদের সংখ্যা ১০০টি। এর মধ্যে জেনারেল ৪৩টি, এসসি-১৪টি, এসটি-৭টি, ওবিসি-২৬টি, ইডব্লিউএস-১০টি।
এই ১০০টি পদের মধ্যে ইলেকট্রিশিয়ান পদে-৪০টি, Ref & AC Cond Mech-৬টি, ফিটার-৪৭টি, ওয়েল্ডার-৩টি, পেইন্টার পদে-২টি, কার্পেন্টার পদে ২টি শূন্যপদ রয়েছে।

কাঁচরাপাড়া ডিভিশনে মোট শূন্যপদ ১৯০টি। এর মধ্যে জেনারেল-৮২টি, এসসি-২৬টি, এসটি-১৩টি, ওবিসি-৫০টি, ইডব্লিউএস-১৯টি শূন্য পদ রয়েছে।

এই ১৯০টি শূন্য পদের মধ্যে ফিটার পদে-৬১টি, ওয়েল্ডার পদে-৩৬টি, ইলেকট্রিশিয়ান পদে-৬৭টি, Machinist পদে-৬টি, ওয়্যারম্যান পদে-৩টি, কার্পেন্টার পদে-৮টি, পেইন্টার পদে-৯টি শূন্য পদ রয়েছে।

লিলুয়া ডিভিশনে মোট শূন্য পদের সংখ্যা ২০৪টি। এর মধ্যে জেনারেল-৮৫টি, এসসি-৩১টি, এসটি-১৪, ওবিসি-৫৪টি, ইডব্লিউএস-২০টি।

২০৪টি শূন্য পদের মধ্যে ফিটার পদে-৮০টি, Machinist পদে-১১টি, টার্নার-৫টি, ওয়েল্ডার-৬৮টি, পেইন্টার জেনারেল-৫টি, ইলেকট্রিশিয়ান-১৫টি, ওয়্যারম্যান-১৫টি, Ref & AC Cond Mech পদে-৫টি শূন্য পদ রয়েছে।

জামালপুর ডিভিশনে মোট শূন্য পদের সংখ্যা ৬৭৮টি। এর মধ্যে জেনারেলে ২৭৩টি, এসসি-১০১টি, এসটি-৫২টি, ওবিসি-১৮৪টি, ইডব্লিউএস-৬৮টি।

জামালপুরের ৬৭৮টি শূন্য পদের মধ্যে ফিটার পদে ২৫৪টি, ওয়েল্ডার পদে ২২০টি, , Machinist পদে ৪৮টি, টার্নার পদে ৪৮টি, ইলেকট্রিশিয়ান পদে ৪৩টি এবং ডিজেল মেকানিক পদে ৬৫টি শূন্য পদ রয়েছে।

 

বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি

উপরোক্ত পদগুলিতে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছর। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

আবেদনকারীদের আবেদন করতে হলে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে NCVT/SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আইটিআই পার করতে হবে। এছাড়া ওয়েল্ডার, সিট মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেইন্টার পদের জন্য আবেদনকারীদের অন্তত নূন্যতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে NCVT/SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে আইটিআই পার করতে হবে।

আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।

 

নিয়োগ পদ্ধতি, আবেদন ফি,আবেদনের শেষ তারিখ

প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই এ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করা হবে। প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীরা নিয়মানুযায়ী স্টাইপেন্ড পাবেন।

এই পদগুলির জন্য আবেদন নেওয়া শুরু হবে আগামী ৪ অক্টোবর ২০২১ থেকে এবং আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর ২০২১ বিকেল ৬টা।

আরও পড়ুন: West Bengal job: প্রচুর কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়, জানুন আবেদনের শেষ তারিখ

Next Article