AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hindustan Copper Recruitment 2023: কেন্দ্রীয় সংস্থায় ইন্টারভিউয়ের মাধ্য়মে কর্মী নিয়োগ, বেতন কত জানেন?

Hindustan Copper Recruitment 2023: হিন্দুস্তান কপার লিমিটেডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

| Edited By: | Updated on: Jan 06, 2023 | 8:00 AM
Share
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

1 / 5
এক্সিকিউটিভ ডিরেক্টর ও জেনেরাল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৪ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে। ২ টি পদে এক্সিকিউটিভ ডিরেক্টর ও ২ টি পদে জেনারেল ম্যানেজার নিয়োগ করা হচ্ছে।

এক্সিকিউটিভ ডিরেক্টর ও জেনেরাল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৪ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে। ২ টি পদে এক্সিকিউটিভ ডিরেক্টর ও ২ টি পদে জেনারেল ম্যানেজার নিয়োগ করা হচ্ছে।

2 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

3 / 5
এক্সিকিউটিভ ডিরেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। আর জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর। তবে এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের।

এক্সিকিউটিভ ডিরেক্টর পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে। আর জেনারেল ম্যানেজার পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে ৫৫ বছর। তবে এই পদে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের।

4 / 5
ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন ঠিক হয়েছে ১৩ জানুয়ারি। সেদিন Bungalow Office of the CMOH, 11, Dr. P.K. Banerjee Road, Lichubagan, Howrah-711101 (Near Mallikphatak, Between Correctional Home (Jail), & BSNL Office) এই ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছে যেতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে  wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন ঠিক হয়েছে ১৩ জানুয়ারি। সেদিন Bungalow Office of the CMOH, 11, Dr. P.K. Banerjee Road, Lichubagan, Howrah-711101 (Near Mallikphatak, Between Correctional Home (Jail), & BSNL Office) এই ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে পৌঁছে যেতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যান।

5 / 5