Jobs In MAKAUT : বিনামূল্যে আবেদন, লিখিত পরীক্ষা নেই, সোজা ইন্টারভিউয়ে সরকারি চাকরি!

Jobs In MAKAUT : মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ১৫ জুলাই অবধি উক্ত পদের জন্য করা যাবে আবেদন।

Jobs In MAKAUT : বিনামূল্যে আবেদন, লিখিত পরীক্ষা নেই, সোজা ইন্টারভিউয়ে সরকারি চাকরি!
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2022 | 1:24 PM

ইঞ্জিনিয়ারিং পাশ করা পড়ুয়াদের জন্য় চাকরির সংস্থানের দরজা খুলে গেল। অনেককেই বলতে শোনা যায় ইঞ্জিনিয়ারিং পাশ করে রাজ্যে কোনও চাকরি পাওয়া যায় না। সেই চাকরির জন্য পরিবার-প্রিয়জন ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় চাকরির জন্য। ভিন দেশে মানিয়ে নিতে হয় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা পড়ুয়ারা। কিন্তু এবার রাজ্যে হবে কর্মসংস্থান। মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে চলছে কর্মসংস্থান। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।

পদের নাম :

মাল্টিটাস্কিং অ্যাসিসট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা :

মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অব টেকনোলজির অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী চাকরিপ্রার্থীকে কোনও স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ME/ M.Tech, MS, ইলেক্ট্রিক্যাল/ মেক্যানিক্যাল/ কেমিক্যাল/ সিভিল/ ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি করতে হবে।

আবেদনমূল্য :

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

কীভাবে করবেন আবেদন :

অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই করা যাবে আবেদন। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট – mhc.tn.gov.in

এছাড়াও অফলাইনে করা যাবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনকারীকে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

To The Registrar, Maulana Abul Kalam Azad University of Technology, NH 12, Haringhata, Post Office – Simhat, Nadia- 741249

নির্বাচনের পদ্ধতি :

ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদনের শেষ তারিখ :

অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৪ জুন থেকে। ১৫ জুলাই অবধি করা যাবে আবেদন। অফলাইনে ১৮ জুলাই আবেদন পাঠানোর শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন

অনলাইনে আবেদনের জন্য ক্লিক করুন