National Horticulture: ইন্টারভিউয়ে ভাল পারফরম্যান্সেই কেন্দ্রীয় সংস্থায় মিলবে চাকরি, আবেদন করুন তাড়াতাড়ি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 17, 2022 | 2:06 PM

National Horticulture: ন্যাশনাল হর্টিকালচারের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৭ নভেম্বরের মধ্যে করতে হবে আবেদন।

National Horticulture: ইন্টারভিউয়ে ভাল পারফরম্যান্সেই কেন্দ্রীয় সংস্থায় মিলবে চাকরি, আবেদন করুন তাড়াতাড়ি
২০২৩ সালের ১১ জানুয়ারি ইন্টারভিউয়ের দিন নির্ধারিত হয়েছে। iicb.res.in ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগের সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন প্রার্থীরা।

Follow Us

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল হর্টিকালচার বোর্ড (National Horticulture) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইচ্ছুক প্রার্থীরা অফলাইনে বা অনলাইনে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন।

নিয়োগকারী সংস্থার নাম:

ন্যাশনাল হর্টিকালচার বোর্ড (National Horticulture)

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার বা হর্টিকালচারে স্নাতক করতে হবে। এর পাশাপাশি এগ্রি বিজনেসে এমবিএ করতে হবে। এছাড়াও হর্টিকালচার/ পোস্ট হার্ভেস্ট টেকনোলজি/এগ্রিকালচার ইকোনমিক্স/ ফুড টেকনোলজিতে স্নাতকোত্তর করতে হবে।

বয়সসীমা:

২০২২ সালের ২৭ নভেম্বর অনুযায়ী, প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

আবেদনমূল্য:

এক্ষেত্রে কোনও আবেদনমূল্য লাগবে না প্রার্থীদের।

নির্বাচন পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:

২৭ নভেম্বরের মধ্যে করতে হবে আবেদন।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন 

Next Article