Guest Teacher Recruitment: অতিথি শিক্ষক পদে রাজ্যের জেলায় নিয়োগ, কীভাবে আবেদন করবেন?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 04, 2022 | 9:00 AM

West Bengal jobs: ১ বছরের চুক্তির ভিত্তিতে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে।

Guest Teacher Recruitment: অতিথি শিক্ষক পদে রাজ্যের জেলায় নিয়োগ, কীভাবে আবেদন করবেন?
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

যে সব শিক্ষিত বেকার যুবক-যুবতীরা শিক্ষকতার পেশায় আসতে চান, তাদের জন্য শিক্ষকতার সুযোগ। ১ বছরের চুক্তির ভিত্তিতে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। বাংলা বিষয়ের জন্য শিক্ষক নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ। আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাশের সঙ্গে সঙ্গে বি.এড পাশ করা বাধ্যতামূলক। এছাড়া শিক্ষক হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।

বয়স: আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে

বেতন: প্রতিমাসে ১২ হাজার টাকা

আবেদন পদ্ধতি: অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করার পর যাবতীয় প্রয়োজনীয় নথি যুক্ত করে স্পিড পোস্ট করে পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: To, The P.O Cum DWO, BCW & TD, Administrative Building, 2nd Floor, Room No- 301, Suri, Birbhum- 731101

প্রয়োজনীয় নথি: ১) বায়োডাটা ও ২ কপি পাসপোর্ট সাইজ ফটো, ২) আধার অথবা ভোটার কার্ড, ৩) শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, ৪) কাস্ট সার্টিফিকেট, ৫) অভিজ্ঞতার সার্টিফিকেট

বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article