UGC NET June 2023: UGC NET পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত, আজ থেকেই আবেদন শুরু

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 10, 2023 | 5:41 AM

UGC NET জুন, ২০২৩-এর আবেদন প্রক্রিয়া আজ, ১০মে, ২০২৩ থেকে শুরু হল। এটি চলবে আগামী ৩০ মে, ২০২৩ পর্যন্ত।

UGC NET June 2023:  UGC NET পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত, আজ থেকেই আবেদন শুরু
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: ইউজিসি নেট জুন,২০২৩ সেশনের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয় এবং কলেজে সহকারী অধ্যাপক হওয়ার জন্য UGC NET পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নেট জুন, ২০২৩ সেশনের জন্য পরীক্ষার তারিখ ঘোষণা করেছে UGC। ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার টুইট করে এই খবরটি জানিয়েছেন। UGC NET জুন, ২০২৩-এর আবেদন প্রক্রিয়া আজ, ১০মে, ২০২৩ থেকে শুরু হল। এটি চলবে আগামী ৩০ মে, ২০২৩ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে ১৩ জুন থেকে এবং ২২ জুন, ২০২৩ পর্যন্ত চলবে। UGC NET রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীদের ওয়েবসাইট- ugcnet.nta.nic.in-এ যেতে হবে।

আমরা আপনাকে বলি যে UGC NET পরীক্ষা জাতীয় পরীক্ষা সংস্থা দ্বারা পরিচালিত হয়। প্রার্থীদের কম্পিউটারভিত্তিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ জুন থেকে ২২ জুন পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিস্তারিত দেখতে পারেন।

UGC NET 2023-এর জন্য কীভাবে আবেদন করবেন
১) অনলাইনে আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যেতে হবে।
২) ওয়েবসাইটের হোম পেজে সর্বশেষ সংবাদ লিঙ্কে ক্লিক করুন।
৩) এরপরে UGC NET জুন 2023 রেজিস্ট্রেশনের জন্য লিঙ্কে ক্লিক করুন
৪) পরবর্তী পৃষ্ঠায় অনলাইন আবেদনের লিঙ্কে যান।
৫) আবেদনের জন্য চাওয়া তথ্যগুলি পূরণ করে আবেদন করুন।
৬) রেজিস্ট্রেশনের পর একটি প্রিন্ট নিন।

UGC NET-এর জন্য আবেদন করতে হলে ফি জমা দিতে হবে। সাধারণ বিভাগের প্রার্থীদের ফি হিসাবে ১১০০ টাকা জমা দিতে হবে। একই সময়ে, EWS এবং OBC-কে ৫৫০ ফি জমা দিতে হবে। যেখানে, SC-ST এবং প্রতিবন্ধী বিভাগের প্রার্থীদের ২৭৫ টাকা দিতে হবে। ফি অনলাইনে দেওয়া যাবে।

Next Article