Amit Shah On DGP-CS: প্রক্সি ডিজিপি, প্রক্সি মুখ্যসচিব বসিয়েছেন মুখ্যমন্ত্রী: অমিত শাহ
Amit Shah: পাশাপাশি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন রাজীব কুমার। ২০২৪ সালের জুলাই মাস থেকে তিনি এই পদে রয়েছেন। এর আগে ডিসেম্বর ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্তও এই পদে ছিলেন। রাজীব কুমার মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন একজন আমলা।

কলকাতা: ‘অনুপ্রবেশ’-কলকাতায় সাংবাদিক বৈঠকে এই শব্দবন্ধটির ওপর বিশেষ নজর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মানুষ কী, একটি পাখিও যাতে সীমান্ত দিয়ে গলতে না পারে, বিজেপি ক্ষমতায় এসে সেটা সুনিশ্চিত করতে বলে আশ্বস্ত করেন। তাঁর বক্তব্যের সিংহভাগই জুড়ে ছিল এই ইস্যু। আর তার সঙ্গে সন্ত্রাস, দুর্নীতি। রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন শাহ। তাঁর নিশানায় ছিলেন শাসকদলের একাধিক প্রথম সারির নেতা, বাদ যাননি উচ্চ পদস্থ আমলারাও। সাংবাদিক বৈঠকের একেবারে শেষ প্রান্তে এসে বাংলার উচ্চপদস্থ কর্তাদের নিয়েও মুখ খোলেন শাহ।
মুখ্যমন্ত্রী ভারত সরকার, সংবিধান, সুপ্রিম কোর্টের নির্দেশ কোনও কিছুই না মেনে নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিয়ে প্রশাসন চালান বলে অভিযোগ করেন শাহ। সে কথা বলতে গিয়েই কীভাবে চাকরির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও ডিজিপি-মুখ্যসচিব পদে থাকেন, সে প্রসঙ্গ উত্থাপন করেন। সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেন, ” সুপ্রিম কোর্টের নির্দেশের পরও ভারত সরকারের নিয়ম ভেঙে ফেলেন। মুখ্যসচিব, ডিজিপি নিয়োগেও নিজের মনের মতো কাজ করেন। অবসরের পরও প্রক্সি ডিজিপি, প্রক্সি মুখ্যসচিব বসানোর কাজ করেন।”
প্রসঙ্গত, বাংলার মুখ্যসচিব মনোজ পন্থ ২০২৫ সালের ২৫ জুন অবসর নিয়েছিলেন। কিন্তু তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেননি মুখ্যমন্ত্রী। বরং তাঁর মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে দিয়ে ৩১ ডিসেম্বর করা হয়। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি মুখ্যসচিবের দায়িত্ব পালন করছেন। এর আগে বাংলার প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কেও অবসরের পর নিজের মুখ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করছেন রাজীব কুমার। ২০২৪ সালের জুলাই মাস থেকে তিনি এই পদে রয়েছেন। এর আগে ডিসেম্বর ২০২৩ থেকে মার্চ ২০২৪ পর্যন্তও এই পদে ছিলেন। রাজীব কুমার মুখ্যমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন একজন আমলা। সন্দেশখালি, শেখ শাহজাহানের গ্রেফতারি থেকে শুরু করে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সঙ্কটজনক পরিস্থিতিতে তিনি বারবার নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০২৬ সালের ৩১শে জানুয়ারি তার অবসরের মেয়াদ শেষ হবে। স্থায়ী ডিজি নিয়োগ ঘিরে টানাপোড়েন চলছে। রাজ্য চেয়েছিল রাজীবকেই স্থায়ী ভাবে ডিজি পদে নিয়োগ দেওয়া হোক। কিন্তু জট পাকে তাঁর অবসরের সময় ঘিরে। এই পরিস্থিতিতে আমলাদের মেয়াদ নিয়েও বিঁধলেন অমিত শাহ।
