Kolkata municipal corporation election 2021: অভিযোগের পাহাড় নিয়ে কমিশনে যাচ্ছে বঙ্গ বিজেপি, নালিশ রাজ্যপালের কাছেও
Kolkata municipal corporation election 2021: রাজ্য পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী।
কলকাতা : রবিবাসরীয় ভোটে (Kolkata Municipal Corporation Election 2021) সকাল থেকে দিনভর উত্তপ্ত কলকাতা। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। ভোট লুঠের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় বিরোধী দলের এজেন্টরা বুথে বসতে পারছেন না বলে অভিযোগ। কিন্তু হাল ছাড়ছে না পদ্ম শিবির (West Bengal BJP)। রবিবার বিকেল ৫ টায় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কমিশনে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল
রবিবার দুপুরে শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশ ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন, হাওড়া ব্রিজ থেকে নীলাদ্রি জানা নামে এক বিজেপি বিধায়ককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। নিবেদিতা সেতু দিয়ে আসার সময় গ্রেফতার করা হয়েছে দুর্গাপুরের বিধায়ককেও। তিনি আরও জানান, ভোটের দিন বিজেপি বিধায়কেরা যাতে কলকাতায় না থাকতে পারেন, তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারীর দাবি, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ও রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস, যৌথভাবে এই সব কাজ করছেন। আর এই সবের প্রতিবাদে আজ বিকেলে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে দেখা করতে যাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল।
রাজ্যপালের কাছে নালিশ জানাবেন শুভেন্দুরা
রাজ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানানোর পর সেখান থেকে সোজা তাঁরা চলে যাবেন রাজভবনে। সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছেও তাঁরা নালিশ জানাবেন। উল্লেখ্য, আজ সকাল থেকেই ভোটের কলকাতার চেনা ছবি দেখা গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে এতদিন আশ্বাস দিয়ে আসা হয়েছে, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র শনিবার রাতেও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। কিন্তু কাজের কাজ সেভাবে কিছুই হয়নি বলে অভিযোগ বিরোধীদের। বেলা গড়াতেই দেখা গেল, শাসক দলের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ। এই সবের বিরুদ্ধে নালিশ জানাতেই আজ সন্ধ্যায় রাজ্যপালের দরবারে যাচ্ছেন শুভেন্দু অধিকারীরা।