মনোনয়ন বাতিলের আগে আরও সতর্ক হতে হবে, বৈঠকে নির্দেশ সিইও-র

ঋদ্ধীশ দত্ত |

Mar 13, 2021 | 7:46 PM

জয়পুরের নির্দল প্রার্থী মৃগেন মাইতি ও বাগমুণ্ডির নির্দল প্রার্থীও আদালতের দ্বারস্থ হয়েছিলেন মনোনয়ন (Nomination) বাতিল হয়ে যাওয়ার কারণে। ওই দুই প্রার্থীর দাবি ছিল, কেন তাঁদের মনোনয়ন বাতিল হল সেই কথাটাই উল্লেখ করা হয়নি।

মনোনয়ন বাতিলের আগে আরও সতর্ক হতে হবে, বৈঠকে নির্দেশ সিইও-র
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জল কুমারের মনোনয়ন বাতিলের (Nomination) পর স্ক্রুটিনির ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে কমিশন (Election Commission)। শনিবার জেলাশাসক ও আয় সংক্রান্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এক বৈঠকের পর নির্দেশ দেন সিইও। বৈঠকে সব মনোনয়ন খুঁটিয়ে দেখার নির্দেশ তিনি দিয়েছেন। পাশাপাশি মনোনয়ন বাতিলের আগে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, মনোনয়ন পত্রে একটি তারিখ ভুল হওয়ার কারণে জয়পুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। একই আসনের নির্দল প্রার্থী মৃগেন মাইতি ও বাগমুণ্ডির নির্দল প্রার্থীও আদালতের দ্বারস্থ হয়েছিলেন মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার কারণে। ওই দুই প্রার্থীর দাবি ছিল, কেন তাঁদের মনোনয়ন বাতিল হল সেই কথাটাই উল্লেখ করা হয়নি। আদালতে শুনানির সময় প্রশ্ন ওঠে, একটি তারিখ ভুল হওয়ার কারণে কীভাবে গোটা মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে কোনও প্রার্থীর!

আরও পড়ুন: লকেটকে সামনে বসিয়ে মাছ-ভাত খাওয়ালেন শিশির, পান সেজে দিলেন শুভেন্দুর মা

একাধিক একই ধরনের ঘটনা ঘটায় এ দিন ভিডিয়ো কনফারেন্সে বৈঠকে বসে কমিশন। বৈঠকে বলা হয়েছে, এখন থেকে মনোনয়ন বাতিল করার আগে বারবার তা খুঁটিয়ে দেখতে হবে। কোথায় খুঁত রয়েছে সেটাও স্পষ্টভাবে জানাতে হবে প্রার্থীকে। এবং কোনও ভুল যদি হয়ে থাকে সেক্ষেত্রে প্রার্থীকে আরেকবার সুযোগ দিতে হবে যাতে তিনি নিজের ভুল সংশোধন করতে পারেন।

আরও পড়ুন: মমতাকাণ্ডে দিলীপ ঘোষেরা আরও সংবেদনশীল হন, সতর্ক করলেন শাহ-নাড্ডার

Next Article