ইতিমধ্যেই ২৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল (Trinamool Congress)। বিজেপিও (BJP) প্রথম দুই দফা ভোটের প্রার্থীর নাম ঘোষণা করেছে। শনিবার দিল্লিতে বসছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। শুক্রবার রাতেই রাজধানীতে উড়ে গিয়েছেন দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরা। সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে জেপি নাড্ডার বাড়িতে বেশ কয়েক দফায় বৈঠক।
পুরুলিয়া: বঙ্গে বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2021) কেন্দ্র করে জোরকদমে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। যার দৌলতে বঙ্গে মাঝেমধ্যেই পা পড়ছে হেভিওয়েট বিজেপি (BJP) নেতাদের। পালা করে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। শনিবার বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে এবার বঙ্গে এলেন দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)।
বিস্তারিত পড়ুন: ‘নাটক করছেন মমতা’, পরিবর্তন যাত্রার কর্মসূচিতে ‘আসল পরিবর্তনের’ ডাক দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির
বাঁকুড়া: বঙ্গে ভোটের (West Bengal Assembly Election 2021) দামামা বাজতেই জনসংযোগ বাড়াতে তৎপর রাজনৈতিক দলগুলি। শনিবার সকালে, বাঁকুড়ার গ্রামে প্রথমবারের জন্য নির্বাচনের প্রচারে আসেন বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
এদিন, বাঁকুড়া দুই নম্বর ব্লকের তিলাবেদা, পুরন্দরপুর গ্রামে প্রচারে যান তারকা প্রার্থী। কখনও হুড খোলা জিপে, কখনও পায়ে হেঁটে প্রচার করেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। সাংবাদিকদের তিনি জানান, গ্রামের খোলামেলা পরিবেশে এসে মজা পেয়েছেন তিনি। সরল মানুষের অনাড়ম্বর জীবন দেখে আপ্লুত নায়িকা।
বিস্তারিত পড়ুন: সায়ন্তিকাকে কাকু-জ্যেঠুদের আশীর্বাদ, দরজায় খিল শম্পার
দিল্লিতে যারা সরকার চালান তাদের দেড় মাস খুঁজে পাওয়া যাচ্ছে না। জানতে পারলাম তাঁরা বাংলায় এসেছেন। তাই আমরা দিল্লীর সরকারকে খুঁজতে বাংলায় এসেছি। নন্দীগ্রামের সভা থেকে এমনই মন্তব্য করলেন যাচ্ছেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ তিকাইত (Rakesh Tikait)।
বিস্তারিত পড়ুন: দিল্লির নেতাদের খুঁজতে বাংলায় এসেছি, নন্দীগ্রামে ঘোষণা রাকেশ টিকাইতের
নওশাদ বলেন, ২০২১ সালেই ফের ব্রিগেড সমাবেশ হবে। আর সেই ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবে সংযুক্ত মোর্চের নেতা। ২০২১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে আর যাতে শপথ নিতে না হয় সেই ‘ব্যবস্থা’ করা হবে বলে হুঁশিয়ারি দেন সিদ্দিকি। তাৎপর্যপূর্ণভাবে আইএসএফ নেতাও কয়লা ও গরু পাচার কাণ্ডে নাম না করে আক্রমণ করেন তৃণমূল সাংসদ তথা বকলমে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই সঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়ার দিকে ইঙ্গিত করেন তিনি। নওশাদের কটাক্ষ, “গত পাঁচ দিন ধরে কয়লা চোর, গরু চোর, বালি চোর যুবরাজ কোন প্রচারে নেই। মোটা ভাই মানা করেছে, সেই জন্য প্রচার বন্ধ রেখেছে।
বিস্তারিত পড়ুন: একুশে ফের ব্রিগেড সমাবেশ হবে, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন সংযুক্ত মোর্চার নেতা: সিদ্দিকি
যেমন ভাবা তেমন কাজ। বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে রাজ্যজুড়ে কার্পেট বম্বিং শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একের পর এক সভা করার পরিকল্পনা নিয়ে বাংলায় (West Bengal) আসছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য তালিকা এসে পৌঁছে গিয়েছে TV9 বাংলার হাতে।
বিস্তারিত পড়ুন: বাংলায় কার্পেট বম্বিংয়ে নামছেন নমো, রেকর্ড সংখ্যক সভার প্রস্তুতি বিজেপির
জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জল কুমারের মনোনয়ন বাতিলের (Nomination) পর স্ক্রুটিনির ক্ষেত্রে আরও সতর্ক হচ্ছে কমিশন (Election Commission)। শনিবার জেলাশাসক ও আয় সংক্রান্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এক বৈঠকের পর নির্দেশ দেন সিইও। বৈঠকে সব মনোনয়ন খুঁটিয়ে দেখার নির্দেশ তিনি দিয়েছেন। পাশাপাশি মনোনয়ন বাতিলের আগে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন: মনোনয়ন বাতিলের আগে আরও সতর্ক হতে হবে, বৈঠকে নির্দেশ সিইও-র
দিল্লিতে বিজেপির সদর দফতরে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের বাকি প্রার্থীদের নাম ঠিক করতে বৈঠকে বসলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উপস্থিত রয়েছেন ওই বৈঠকে। সঙ্গে বঙ্গ বিজেপি নেতারাও রয়েছেন। প্রতিটি বিধানসভা পিছু তিনটি করে নাম ঠিক করেছে বিজেপি। সূত্রের খবর, আজকের বৈঠকের পর আগামিকালই বাকি প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি।
গ্রাম বাংলার যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে টোটো। সেই টোটোকেই এবার প্রচারের মাধ্যম হিসাবে বেছে নিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ। শুধুমাত্র টোটোতে চড়েই যে নির্বাচনী প্রচার চালাচ্ছেন তাই নয়, নিজে টোটো চালিয়ে জনসংযোগ সারলেন এই তৃণমূল প্রার্থী।
বিস্তারিত পড়ুন: ভোটের আগে ‘মাটির মানুষ’, টোটো চালিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ভোট ঘোষণার অনেক আগে থেকেই বারবার এই দাবি করে এসেছে বিরোধীরা। কার্যত সেই দাবিকেই মান্যতা দিয়ে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। প্রথম দফার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফাতেই রাজ্যে শোনা যাবে ৭০ হাজারের বেশি জওয়ানের বুটের শব্দ। কিন্তু এত বাহিনী দেখে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কোন ‘খেলার’ আশঙ্কা থেকে রাজ্যে এত সংখ্য়ক জওয়ান আনা হচ্ছে?
বিস্তারিত পড়ুন: প্রথম দফাতেই ৭০ হাজারের বেশি জওয়ান, তবে কি সত্যি কোনও ‘খেলার’ আশঙ্কায় কমিশন?
প্রচারে নেমেই অস্বস্তিতে তৃণমূলের (Trinamool Congress) তারকা প্রার্থী লাভলি মৈত্র (Lovely Moitra)। অভিযোগ, প্রার্থীকে কাছে পেয়ে দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন সোনাপুরের বিদায়ী বিধায়ক জীবন মুখোপাধ্য়ায়ের অনুগামীরা। এভাবে চললে দলকে ভুগতে হবে বলেও দাবি তাঁদের। যদিও লাভলির কথায়, বড় পরিবারে অনেক দ্বন্দ্বই থাকে। সে সব সামলেই চলতে হয়। তিনি চেষ্টা করবেন সবটা সামলে নেওয়ার।
বিস্তারিত পড়ুন: লাভলির সামনেই ‘গোষ্ঠীকোন্দল’, সমাধানে এগিয়ে এলেন তারকা প্রার্থী নিজেই
ভোটের মুখে বড় চমক। তৃণমূলে যোগদান করলেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা যশবন্ত সিনহা। শনিবার তৃণমূল ভবনে এসে জোড়াফুলের পতাকা হাতে তুলে নেন তিনি। ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূলে যোগ দিয়েই অটল বিহারী বাজপেয়ীর অর্থমন্ত্রী যশবন্ত সিনহা বলেন, “আপনারা হয়ত ভাবছেন, কেউ এই বয়সে আমি দলীয় রাজনীতিতে ফিরলাম। আসলে দেশ এক অদ্ভূত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। গণতন্ত্র বিপদে আছে। গণতন্ত্র যথাযথ মর্যাদা পাচ্ছে না। আমি অত্যন্ত আফশোসের সঙ্গে বলছি, দেশের বিচার ব্যবস্থাও দুর্বল হয়ে গিয়েছে। আমাদের দেশের জন্য তা অত্যন্ত বিপজ্জনক।”
বিস্তারিত পড়ুন: বড় চমক! তৃণমূলে এককালের প্রবাদপ্রতিম বিজেপি নেতা
সুষ্ঠুভাবে জোট (Left-Congress Alliance) এগিয়ে নিয়ে যেতে দলের শীর্ষ নেতৃত্ব যখন মরিয়া, নিচু স্তরে কর্মীদের মধ্যে তখন ক্ষোভের সুর। ইটাহারে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসাবে বামফ্রন্টের মুখ নয়, কংগ্রেস প্রার্থী চাই, উঠল সুর। শনিবার রায়গঞ্জে জেলা কংগ্রেস কার্যালয়ে এ নিয়ে অবস্থান বিক্ষোভেও শামিল হন ইটাহার বিধানসভার কংগ্রেস নেতা-কর্মীদের একাংশ। একদিকে যখন রায়গঞ্জের বিধানমঞ্চে বাম-কংগ্রেসের যৌথ কর্মিসভা চলছে, ঠিক সে সময়ই জেলা কংগ্রেস ভবনে দলীয় কর্মীদের এই বিক্ষোভে রীতিমত হইচই পড়ে গিয়েছে। যদিও আলোচনার মাধ্যমেই নিচুতলার কর্মীদের ক্ষোভ প্রশমিত হবে বলে জানিয়েছে বাম-কংগ্রেস নেতৃত্ব।
বিস্তারিত পড়ুন: ‘ওদের প্রার্থী দু’বার হেরেছে, আমাদের লোককেই ভোটে দাঁড় করাতে হবে’, জোটপ্রার্থী নিয়ে হইচই কংগ্রেসের
আজই নন্দীগ্রামে যাচ্ছেন কৃষক আন্দোলনের নেতা রাকেশ তিকাইত (Rakesh Tikait)। সেখানে গিয়ে মহা পঞ্চায়েতে যোগ দেবেন তিনি। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ তিকাইত বলেন, ‘আমরা কৃষকদের সমর্থন করব৷ যাঁরা কৃষকদের পাশে আছেন, তাঁদের সঙ্গে কথা বলব৷’ সরাসরি কাউকে সমর্থন করার কথা বলেননি তিনি।
হুগলি: আর মাত্র দু’সপ্তাহ। এরপরেই বাংলায় নির্বাচনের শুরু। ভোট আবহে ইতিমধ্যেই প্রচারে নেমে গিয়েছে রাজনৈতিক দলগুলি। গত বুধবার, বাম-কংগ্রেস-আইএসএপ সংযুক্ত মোর্চার তরফে বামেরা তাদের প্রার্থী ঘোষণা করেছিল। একুশের বিধানসভা নির্বাচানে আন্দোলনের অগ্নিভূমি সিঙ্গুরে তরুণ নেতা সৃজন ভট্টাচার্যকে প্রার্থী হিসেবে নির্বাচিত করে সিপিএম। শনিবার, সকাল থেকেই সিঙ্গুরের পথে প্রচারে নেমে পড়েছেন তরুণ বাম নেতা।
বিস্তারিত পড়ুন: রুটিরুজির ‘সহজ কথা’ বলতে আজ সিঙ্গুরে সৃজন
দিল্লিতে আজ বিজেপির নির্বাচন কমিটির বৈঠক। বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। তবে তার আগে কথা হলো নন্দীগ্রাম নিয়ে। এই ইস্যুতে সাবধানী হয়ে মন্তব্য করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। হুইল চেয়ারে প্রচারে বেরবেন মমতা। তাই সংবেদনশীল হয়ে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুরের ময়নার মৈছনপুরে তৃণমূলকর্মীর বাড়িতে হামলা। লুঠপাট, মারধরেরও অভিযোগ উঠেছে। নেপথ্যে রয়েছে বিজেপি কর্মীরাই, অভিযোগ আক্রান্ত তৃণমূলকর্মী ফণী সামন্তের। ঘটনার পরে থানায় গেলেও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে আক্রান্তের পরিবার। এর পরেই থানার বাইরে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূলকর্মীরা। ঘটনায় নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন ময়নার তৃণমূল বিধায়ক সংগ্রাম দোলই। যদিও বিজেপির তরফে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
যাদবপুরে রামলাল বাজারের কাছে শনিবার প্রচারে নামলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন যাদবপুর বিধানসভা কেন্দ্রের এই প্রার্থী। প্রচারে বেরিয়ে ভোটের বাজারে ট্রেন্ডিং শব্দ ‘খেলা হবে’ নিয়ে নিন্দাও শোনা যায় তাঁর মুখে। সুজনের কথায়, “এক পায়ে খেলা হবে, হুইল চেয়ারে খেলা হবে, ভীষণ খেলা হবে এগুলি ভাল কথা নয়। এর মধ্যে একটা হিংসা, দাপটের সুর লুকিয়ে। জীবনটা তো খেলা নয়। আমরা বলি লড়াই হবে। মানুষের বাঁচার লড়াই হবে। সেই লড়াইটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।”
পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় (অভিনেতা হিরণ) শনিবার সকালে সুভাষপল্লী হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছেন টলিপাড়ার এই তারকা-রাজনীতিক।
শনিবার থেকে প্রচার শুরু করলেন দক্ষিণ ২৪ পরগনার কসবা বিধানসভা কেন্দ্রের প্রার্থী জাভেদ আহমেদ খান। প্রচারের প্রথমদিনই একেবারে প্রচারের অভিনবত্বে চমকে দিলেন সকলকে। গরুর গাড়িতে চেপে জনসংযোগ করেন তিনি। কিন্তু এমন প্রচারের কারণ? জাভেদ খানের কথায়, “যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাতে মানুষকে তো গরুর গাড়িতেই চড়তে হবে। আমরা মানুষকে সচেতন করছি।”
শনিবার বিজেপির কোর কমিটির বৈঠক। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে এই বৈঠক হবে। থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিকেলেই কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। সেখানে তৃতীয় দফা থেকে প্রার্থী তালিকা নিয়ে সিদ্ধান্ত হবে। তার আগে বঙ্গ নেতাদের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রাখতেই এই বৈঠক। নির্বাচনের বাকি ছ’ দফার প্রার্থী তালিকা বাছাই পর্ব চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ভোট ঘোষণার অনেক আগে থেকেই বারবার এই দাবি করে এসেছে বিরোধীরা। কার্যত সেই দাবিকেই মান্যতা দিয়ে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। প্রথম দফার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফাতেই রাজ্যে শোনা যাবে ৭০ হাজারের বেশি জওয়ানের বুটের শব্দ। কিন্তু এত বাহিনী দেখে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কোন ‘খেলার’ আশঙ্কা থেকে রাজ্যে এত সংখ্য়ক জওয়ান আনা হচ্ছে?
বিস্তারিত পড়ুন: প্রথম দফাতেই ৭০ হাজারের বেশি জওয়ান, তবে কি সত্যি কোনও ‘খেলার’ আশঙ্কায় কমিশন?
কথা ছিল নন্দীগ্রামে মনোনয়ন পত্র দাখিল করার পরদিনই কলকাতায় ফিরে দলের ইশতেহার প্রকাশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু জখম হয়ে বুধবার থেকে ৪৮ ঘণ্টা কেটেছে এসএসকেএম হাসপাতালে। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে গিয়েছেন মমতা। ১৪ মার্চ, রবিবার নন্দীগ্রাম দিবসে প্রকাশিত হবে শাসকদলের নির্বাচনী ইশতেহার। বেশ কিছু চমক থাকতে পারে সেখানে।
বিস্তারিত পড়ুন: রেশনের হোম ডেলিভারি!