‘নাটক করছেন মমতা’, পরিবর্তন যাত্রার কর্মসূচিতে ‘আসল পরিবর্তনের’ ডাক দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির

 পূর্ব পরিকল্পনা ও কর্মসূচি অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে শনিবার মনোজের কপ্টার নামার কথা ছিল। কিন্তু, স্থানীয় প্রশাসনের তরফ থেকে অনুমতি না মিলতে বাধ্য হয়ে পুরুলিয়ার বড়বাজারে নামে মনোজের কপ্টার।

‘নাটক করছেন মমতা’, পরিবর্তন যাত্রার কর্মসূচিতে ‘আসল পরিবর্তনের’ ডাক দিল্লির বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 13, 2021 | 11:19 PM

পুরুলিয়া: বঙ্গে বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2021) কেন্দ্র করে জোরকদমে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। যার দৌলতে বঙ্গে মাঝেমধ্যেই পা পড়ছে হেভিওয়েট বিজেপি (BJP) নেতাদের। পালা করে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী। শনিবার বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে এবার বঙ্গে এলেন দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)।

পূর্ব পরিকল্পনা ও কর্মসূচি অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে (Kharagpur) শনিবার মনোজের কপ্টার নামার কথা ছিল। কিন্তু, স্থানীয় প্রশাসনের তরফ থেকে অনুমতি না মিলতে বাধ্য হয়ে পুরুলিয়ার বড়বাজারে নামে মনোজের কপ্টার। পরিবর্তন যাত্রার পাশাপাশি, পুরুলিয়ার বিজেপি (BJP) প্রার্থী পার্শী মূর্মূর হয়ে প্রচার করেন তিনি। এদিন, পরিবর্তন যাত্রায় এসে শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মনোজ। তিনি বলেন, ‘বাংলায় গণতন্ত্র নেই। সাধারণ প্রচারে যদি এত ভয় পেয়ে যায় প্রশাসন, তাহলে এরপর কী হবে?’

শনিবার, খারাপ আবহাওয়ার মধ্যেই বড়বাজারে মনোজের (Manoj Tiwari) কপ্টার নামতেই বিজেপির (BJP) দলীয় কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। এদিন পরিবর্তন যাত্রা থেকে ‘আসল পরিবর্তনের’ ডাক দেন মনোজ। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী র উপর হামলা প্রসঙ্গে এদিন মনোজ বলেন, ‘মাত্র ২৪ ঘণ্টায় কি প্লাস্টার খোলা হয়? মুখ্যমন্ত্রী নাটক করছেন।’

মনোজের এই কটাক্ষকে পাত্তা দিতে নারাজ শাসক শিবির (TMC)। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি নেতারা বাইরে থেকে অহরহ যাওয়া আসা করছেন। কে কী বলল, তাতে কিছু যায় আসে না। জয়ী হবে জোড়াফুল।

আরও পড়ুন: সায়ন্তিকাকে কাকু-জ্যেঠুদের আশীর্বাদ, দরজায় খিল শম্পার