Assembly Elections : ৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত প্রকাশ করা যাবে না উত্তর প্রদেশের বুথফেরত সমীক্ষা, নির্দেশ ভাঙলেই দুই বছরের জেল

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 29, 2022 | 9:15 PM

Election Commission of India: যদি কোনও ব্যক্তি এই আদেশ লঙ্ঘন করেন, তাঁকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

Assembly Elections : ৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত প্রকাশ করা যাবে না উত্তর প্রদেশের বুথফেরত সমীক্ষা, নির্দেশ ভাঙলেই দুই বছরের জেল
বুথ ফেরত সমীক্ষা ৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত নিষিদ্ধ

Follow Us

নয়া দিল্লি : সামনেই পাঁচ রাজ্য়ের বিধানসভা নির্বাচন (Assembly Elections 2022)। এরই মধ্যে নির্বাচন কমিশন (Election Commission of India) শনিবার আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পর্কিত যাবতীয় বুথফেরত সমীক্ষা ১০ ফেব্রুয়ারি সকাল ৭ টা থেকে ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশন তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে কোনও ব্যক্তি কোনও বুথফেরত সমীক্ষা চালাতে পারবেন না এবং কোনও বুথফেরত সমীক্ষার ফলাফল প্রিন্ট বা অন্য কোনও উপায়ে প্রকাশ বা প্রচার করতে পারবেন না। কমিশনের এই নির্দেশ অমান্য করলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে যদি কোনও ব্যক্তি এই আদেশ লঙ্ঘন করেন, তাঁকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

গোয়া, পঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের পর্ব শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। মোট সাত দফায় ভোটগ্রহণ পর্ব শেষে ১০ মার্চ ভোটগণনা হবে। উত্তর প্রদেশের ভোট হবে ১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মোট সাতটি ধাপে নির্বাচন হবে। নির্বাচনের দিনগুলি রয়েছে ১০ ফেব্রুয়ারি, ১৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ এবং ৭ মার্চ।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন কমিশন ২২ জানুয়ারি ঘোষণা করে দিয়েছে, শারীরিকভাবে উপস্থিত থেকে সমাবেশ ও রোড শোর ওপর নিষেধাজ্ঞা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর আগে ১৫ জানুয়ারি এক দফা বাড়ানো হয়েছিল নিষেধাজ্ঞার দিনক্ষণ। এই নিয়ে দুই বার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে প্রথম দফার ভোটের প্রার্থীদের ২৮ জানুয়ারি থেকে শারীরিকভাবে উপস্থিত থেকে জনসভায় এবং ১ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় দফার প্রার্থীদের সভার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : শুধুই কি করোনা! নাকি অন্য কোনও কারণ? কী কারণে পাহাড় প্রমাণ দেনায় ডুবে কলকাতা পুরনিগম?

আরও পড়ুন : বাদুড়ে করোনা নিওকোভ কি লাফ দিতে পারে মানব শরীরে? কতটা ভয়ের কারণ হতে পারে নয়া ভাইরাস

 

Next Article