কলকাতা : বঙ্গ বিজেপির (West Bengal BJP) পুরভোট পিছানোর দাবি খারিজ করে দিল রাজ্য নির্বাচন কমিশন। ২৭ ফেব্রুয়ারিই হবে ১০৮ টি পুরসভার নির্বাচন (West Bengal Municipal Election) প্রক্রিয়া। ভোটগণনা পর্ব হবে ১ মার্চ। এখনও পর্যন্ত যা খবর, তাতে ৩ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, সোমবারই বঙ্গ বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছিল – ২৭ ফেব্রুয়ারির পুরভোট পিছিয়ে দেওয়ার জন্য। পদ্ম শিবিরের দাবি ছিল – অন্তত চার সপ্তাহ নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। এর পাশাপাশি, চার পুরনিগমের ভোট এবং পরবর্তীতে ১০৮ টি পুরসভার ভোটের গণনাও যাতে একইসঙ্গে করা হয়, সেই দাবিও জানিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা।
উল্লেখ্য, বর্তমানে যা পরিস্থিতি তাতে – ১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগম – বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়িতে নির্বাচন রয়েছে। আদালতের পর্যবেক্ষণের পর, ভোট চার পুরনিগমের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হলেও আদালতের সেই পর্যবেক্ষণকে পুরোপুরি অনুসরণ করা হয়নি। আদালতের পর্যবেক্ষণ ছিল চার থেকে ছয় সপ্তাহ নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য। কিন্তু এত লম্বা সময়ের জন্য নির্বাচন পিছানোয় মত ছিল না রাজ্য নির্বাচন কমিশনের। কমিশনের সিদ্ধান্ত মতো চার পুরনিগমের নির্বাচন পিছিয়ে হচ্ছে ১২ ফেব্রুয়ারি। ভোটগণনা চলবে ১৪ ফেব্রুয়ারি।
এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির তরফে আবেদন জানানো হয়েছিল – পুরনিগম ও পুরসভার ভোটের ফলাফল যাতে একইদিনে করা হয়। তবে সেই দাবিতে কোনওরকম মান্যতা দিচ্ছে না রাজ্য নির্বাচন কমিশন। ১ মার্চ ভোটগণনা হবে ১০৮ টি পুরসভা নির্বাচনের। উল্লেখ্য, বিজেপির তরফে রাজ্য নির্বাচন কমিশনকে বলা হয়েছিল, ২৭ ফেব্রুয়ারির নির্বাচন যাতে চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। বিজেপির যুক্তি ছিল, কলকাতায় সংক্রমণ কমছে ঠিকই, কিন্তু উত্তর বঙ্গের বিভিন্ন জায়গায় করোনার সংক্রমণ বাড়ছে। একইসঙ্গে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা নিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে বঙ্গ বিজেপি শিবির। এই পরিস্থিতিতে রাজ্যবাসী স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে করছিলেন পদ্ম নেতারা। সেই কারণেই ১০৮ টি পুরসভার ভোট চার সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন : Jai Hind Bahini: আজাদ হিন্দ ফৌজের ‘ইউনিফর্মে’র আদলেই হবে জয় হিন্দ বাহিনীর পোশাক; লোগো আঁকবেন মমতাই