পানাজি: ‘সোনার গোয়া চাই নাকি গান্ধী পরিবারের গোয়া’, তা বেছে নেওয়ার দায়িত্ব গোয়াবাসীর উপরই ছেড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার নির্বাচনমুখী গোয়ায় (Goa) গিয়ে তিনি বলেন, “আমাদের কাছে গোয়া হল সোনার গোয়া। আর কংগ্রেসের কাছে গোয়ার অর্থ হল গান্ধী পরিবারের গোয়া। ওনাদের নেতারা প্রচুর ছুটি কাটান। তাই ওনাদের একটি পর্যটন কেন্দ্রের প্রয়োজন। এবার আপনারাই বলুন আপনাদের সোনার গোয়া চাই নাকি গান্ধী পরিবারের গোয়া?”
এই প্রথম বিজেপি(BJP)-র হয়ে নির্বাচনী প্রচারে গোয়া গিয়েছিলেন অমিত শাহ। সেখানেই তিনি বিরোধী দলগুলিকে আক্রমণ করে বলেন, গোয়াবাসীর উন্নয়নের জন্য তাদের কাছে কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেই, তারা রাজ্যবাসীর উন্নয়নের কথা ভাবেনও না। রবিবার অমিত শাহ বলেন, “রাজনৈতিক স্থিতাবস্থা না থাকলে, কোনও কিছুই স্থিতিশীল হয় না। নতুন করে যে সমস্ত রাজনৈতিক দলগুলি গজিয়ে উঠেছে, তারা একটা স্থায়ী সরকারও গঠন করতে পারবে না। তাদের সকলেই নিজস্ব স্বার্থ রয়েছে, গোয়ার মানুষদের উন্নয়নের জন্য কোনও চিন্তাভাবনা নেই। সেই কারণেই গোয়ার মানুষদেরই বেছে নিতে নিতে হবে যে তারা কী চান।”
কংগ্রেস সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কামাতকেও সরাসরি আক্রমণ করে তিনি বলেন, “কামাতের নেতৃত্বে সরকার ভুল সিদ্ধান্ত ও অস্থায়ী মনোভাবের মাধ্যমে গোয়াকে সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে। কিন্তু বিজেপির স্থিতিশীল সরকার বিগত ১০ বছরে রাজ্য়ে উন্নয়ন এনেছে। দিগম্বর কামাত নিজেকে কংগ্রেস জমানার মুখ্য়মন্ত্রী হিসাবে তুলে ধরেন, কিন্তু কংগ্রেস কখনওই একটি স্থিতিশীল সরকার দিতে পারেনি। কংগ্রেস কেবল আগে পরিবারকে রাখার নীতি নিয়েই চলতে পারে। যদি বিজেপি ক্ষমতায় আসে, তবে গোয়া গোটা বিশ্বের কাছে পর্যটন কেন্দ্র হিসাবে উঠে আসবে।”
গোয়ার জমি দখলে নয়া খেলোয়াড় তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি। দুই দলের তরফেই আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি থেকে শুরু করে নানা উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই দুই দলের নির্বাচনী প্রতিশ্রুতিকেও কটাক্ষ করে রবিবার অমিত শাহ বলেন, “এই দলগুলি জানে তারা কখনওই ক্ষমতায় আসবে না, তাই এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নও করতে হবে না। সেই কারণেই এরা অবাস্তব প্রতিশ্রুতি করে চলেছে।”
মনোহর পারিকরের প্রয়াণের পর মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত যেভাবে সরকারকে সামাল দিয়েছেন, তার প্রশংসাও করেন অমিত শাহ। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বাধীনে বিজেপি নেতৃত্ব গোয়ায় আরও উন্নয়ন করবে, কর্মসংস্থানের ব্য়বস্থা করবে এবং পর্যটন শিল্পকেও তুলে ধরবে।”
আরও পড়ুন: PM Modi’s Virtual Rally in UP: যোগীরাজ্যে মনোবল জোগাতে ময়দানে এবার নমো, ‘জন চৌপল’ ঘিরে ঢালাও আয়োজন