নয়া দিল্লি: চলতি মাসের ১৪ তারিখ গোয়াতে বিধানসভা ভোট। দেশের সব থেকে ছোট রাজ্যের নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতিও উত্তাল হয়েছে। গোয়াতে এবার বিজেপি, কংগ্রেসের পাশাপাশি অরবিন্দ কেজরীবালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল, শিবসেনা, এনসিপি সহ একাধিক আঞ্চলিক দলও নির্বাচনে লড়াই করছে। প্রত্যেকেরই দাবি গোয়াতে বিজেপি, কংগ্রেস ছাড়া তৃতীয় বিকল্প হিসেবে উঠে আসতে তাদের সম্ভাবনা প্রবল। অন্যদিকে কংগ্রেসের দাবি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেও গোয়া বিধানসভা নির্বাচনে আপ, তৃণমূলের মতো দলগুলি লড়াই করছে। এবার গোয়া বিধানসভা নির্বাচন নিয়ে বিস্ফোরক দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল। এডটিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তাঁর দাবি গোয়া বিধানসভা নির্বাচনে ‘কংগ্রেসকে ভোট দেওয়া মানে পরোক্ষে বিজেপিকে ভোট দেওয়া।’ গতকালই এধরনের মন্তব্য করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মমতার দাবি ছিল, মেঘালয়ে বিজেপিকে জেতানোর পিছনে ‘কংগ্রেসের হাত’ ছিল।
কী বলেন অরবিন্দ কেজরীবাল?
কংগ্রেসকে কটাক্ষ করার পাশাপাশি কেজরীবালের দাবি, গোয়াতে মূল লড়াই বিজেপি ও আম আদমি পার্টির মধ্য। রাজ্যের জনগণের উদ্দেশে আপকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। “গোয়ার মানুষদের কাছে মাত্র দুটিই বিকল্প- বিজেপি ও আম আদমি পার্টি। আপনার যদি একটি স্বচ্ছ, সৎ সরকার চান, তবে আপনারা আমাদের ভোট দিতে পারেন। অন্য বিকল্প আপনার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপিকে ভোট দিতে পারেন। কংগ্রেসকে ভোট দিলে আপনার প্রত্যেকেই বিজেপিকে পরোক্ষে ভোট দেবেন। কারণ কংগ্রেস প্রার্থীরা জিতলে তাঁরা বিজেপিতে চলে যাবে।” ২০১৭ সালের গোয়া ভোটের প্রসঙ্গ টেনে আনেন কেজরি। ২০১৭ সালে ১৭ আসন জিতে গোয়াতে কংগ্রেস সর্ববৃহৎ দল হলেও এখন গোয়াতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ২। বাকি সকলেই বিজেপিতে যোগ দিয়ে সরকার তৈরি করতে সাহায্য করেছিল।
গোয়াতে দুর্নীতিমুক্ত সরকারের প্রতিশ্রুতি
গোয়া বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির ৪০ জন প্রার্থীকে গতকাল আইন স্বীকৃত একটি কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। সেই নথিতে লেখা রয়েছে ভোটে জিতলে তাঁরা একটি স্বচ্ছ, ও দুর্নীতিমুক্ত সরকার তৈরি করবেন। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএইআইকে অরবিনদ্ কেজরীবাল জানিয়েছিলেন, “আমাদের প্রত্যেক প্রার্থীই সৎ তবে এই হলফনামা থেকে ভোটারদের বিশ্বাস বাড়বে, সেই কারণেই এটা জমা নেওয়া হয়েছে।”