বেঙ্গালুরু: নির্বাচনের আগে কর্নাটকে দুধ-যুদ্ধ! সম্প্রতি কর্নাটকে তাদের ব্যবসা বিস্তারের কথা ঘোষণা করেছে গুজরাটের আনন্দের দুগ্ধ কর্পোরেশন সংস্থা ‘আমুল’। তারপরই রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে, কর্নাটকের রাজ্য দুগ্ধ কর্পোরেশনের সংস্থার ব্র্যান্ড ‘নন্দিনী’কে ধ্বংস করার ষড়যন্ত্রের অভিযোগ করেছে বিরোধী দলগুলি। যদিও আমুলের প্রবেশে নন্দিনীর ভয় পাওয়ার কিছু নেই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। এরই মধ্যে নন্দিনীর পক্ষে দাঁড়িয়েছে রাজ্যের হোটেলগুলির সংস্থাও। ভোটের আগে দুধ নিয়েই এখন উত্তাল রাজ্য রাজনীতি। কী নিয়ে বিতর্ক, আসুন জেনে নেওয়া যাক –
আমুলের টুইট
গত বুধবার, টুইট করে আমুল তাদের কর্নাটকে প্রবেশের খবর জানিয়েছিল। লঞ্চ অ্যালার্ট হ্যাশট্যাগ দিয়ে আমুল বলেছিল, রাজ্যের সর্বত্র তাজা বাতাসের তরঙ্গ আসতে চলেছে। তারা আরও জানিয়েছিল যে, কুইক কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বাড়ি বাড়ি দুধ এবং দই পৌঁছে দেবে।
কানাড়িগাদের আমুলের পণ্য কেনা অনুচিত
এরপরই আমুলের কর্নাটকে প্রবেশ রাজনৈতিক রূপ পায়। নন্দিনী ব্র্যান্ডটি আমু দখল করবে, এই জল্পনা উসকে দেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। শুক্রবার তিনি বলেন, “সমস্ত কানাড়িগাদের আমুলের পণ্য না কেনার অঙ্গীকার করা উচিত। কেএমএফ গঠন করা হয়েছিল রাজ্যের দুগ্ধচাষীদের কল্যাণের জন্য। সমস্ত কানাড়িগার কেএমএফ দখল করার প্রচেষ্টা প্রতিরোধ করা উচিত।
বিজেপির পদ্ধতিগত ষড়যন্ত্র
আরেক বিরোধী দল জেডি(এস)-এর নেতা এইচডি কুমারস্বামী আবার কর্নাটকে আমুলের প্রবেশ, নন্দিনীকে ধ্বংস করার পদ্ধতিগত ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন। তাঁর মতে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের নীতি হল, ‘এক দেশ, এক আমুল, এক দুধ, এক গুজরাট’।
দেশের এক নম্বর হবে নন্দিনী
আমুল নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শনিবার জানিয়েছেন, আমুল নিয়ে রাজনীতি করা হচ্ছে। তিনি দাবি করেন, নন্দিনী দেশের এক নম্বর ব্র্যান্ড হয়ে উঠবে। বোম্মাই বলেন, “নন্দিনীর পণ্যগুলি অন্যান্য রাজ্যেও বিক্রি হয় এবং প্রতিযোগিতামূলক বাজারে যাতে এই ব্র্যান্ড আমুলকে ছাপিয়ে যেতে পারে, তার জন্য সমস্ত পদক্ষেপ করা হবে।”
নন্দিনী দুধের জন্য আমরা গর্বিত
রবিবার, এক বিবৃতিতে, বৃহৎ বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন আমুলের নাম না নিয়েই বলেছে, কানাড়িগাদের উচিত শুধুমাত্র নন্দিনী দুধই কেনা। তারা বলেছে, “আমাদের কৃষকদের উত্পাদিত কর্ণাটকের নন্দিনী দুধের জন্য আমরা সবাই গর্বিত এবং এই ব্র্য়ান্ডকে উত্সাহ দেওয়া উচিত। শোনা যাচ্ছে সম্প্রতি অন্যান্য রাজ্যগুলি থেকে কর্ণাটকে দুধ পাঠানো হচ্ছে। কিন্তু আমরা সবাই নন্দিনীর সঙ্গে আছি।”