Rahul Gandhi: ‘বিজেপির অনেক টাকা, চুরি করে নিতে পারে…’, কী চুরি যাওয়ার চিন্তায় ঘুম উড়েছে রাহুলের?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 17, 2023 | 9:00 AM

Karnataka Assembly Election 2023: দলের লক্ষ্যমাত্রা স্থির করে দিতে রাহুল গান্ধী বলেন, "কিছুদিন পরেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। আমি খুব খুশি যে সাধারণ মানুষের একটা বড় অংশ কংগ্রেসকেই সমর্থন জানাচ্ছেন। এখন আমি নিশ্চিত যে কংগ্রেসই নির্বাচন জিতবে।"

Rahul Gandhi: বিজেপির অনেক টাকা, চুরি করে নিতে পারে..., কী চুরি যাওয়ার চিন্তায় ঘুম উড়েছে রাহুলের?
কর্নাটকে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী। ছবি:PTI

Follow Us

বেঙ্গালুরু: ২০১৯ সালে কর্নাটকের কোলারে দাঁড়িয়েই মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সম্প্রতিই এই মন্তব্য নিয়ে করা মানহানি মামলায় (Defamation Case) দোষী সাব্যস্ত হন রাহুল, দুই বছরের কারাদণ্ড হয় তাঁর। একইসঙ্গে সাংসদ পদও (MP Post) খোয়ান তিনি। রবিবার সেই কোলার থেকেই আসন্ন কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election 2023) জন্য কংগ্রেসের হয়ে প্রচার শুরু করলেন রাহুল গান্ধী। গত বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস প্রথমে জোট সরকার গঠন করলেও, পরে জোট ভাঙতেই নতুন সরকার গঠন করে বিজেপি। সেই ঘটনাকে মনে করেই এবারের নির্বাচনে কংগ্রেসের লক্ষ্য আসন সংখ্যা স্থির করে দিলেন রাহুল। দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, “এবারের বিধানসভা নির্বাচনে যেন কংগ্রেস কমপক্ষে ১৫০টি আসনে জয়ী হয়, তা নিশ্চিত করতে হবে, যাতে পরবর্তী সরকার চুরি না করে নিতে পারে বিজেপি।” 

বিজেপিকে দুর্নীতিপরায়ণ দলের তকমা দিয়ে রাহুল গান্ধী বলেন, “আপনাদের সকলের দেশের প্রতি একটা দায়িত্ব রয়েছে। আরএসএস ও বিজেপি যেভাবে ঘৃণা, হিংসা ছড়াচ্ছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আঘাত করছে, তা থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদেরই। আমরা প্রায় সকলেই জানি ঘৃণা-হিংসা ছড়িয়ে বিজেপি দেশের কী করছে… এই সব ঘটনা সকলের চোখের সামনেই রয়েছে।”

দলের লক্ষ্যমাত্রা স্থির করে দিতে রাহুল গান্ধী বলেন, “কিছুদিন পরেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। আমি খুব খুশি যে সাধারণ মানুষের একটা বড় অংশ কংগ্রেসকেই সমর্থন জানাচ্ছেন। এখন আমি নিশ্চিত যে কংগ্রেসই নির্বাচন জিতবে। রাজ্যে কংগ্রেস নেতাদের মধ্যে একতা দেখেও আমি খুব খুশি। ভারত জোড়ো যাত্রার সময়ে আমি কর্নাটকের সমস্ত কংগ্রেস নেতাদের দেখেছি। তবে অল্প সংখ্যক আসন নিয়ে নির্বাচনে জিতলে হবে না। আমাদের কমপক্ষে ১৫০টি আসনে জিততেই হবে। কারণ বিজেপি একটা দুর্নীতিগ্রস্ত দল। বিজেপির কাছে প্রচুর টাকা রয়েছে, যা তারা কর্নাটকের মানুষের কাছ থেকে চুরি করেছে। ওই টাকা দিয়েই বিজেপি ফের পরবর্তী সরকার চুরির চেষ্টা করতে পারে।”

উল্লেখ্য, আগামী ১০ মে কর্নাটকের বিধানসভা নির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে আগামী ১৩ মে। ইতিমধ্যেই কংগ্রেস তিন দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

Next Article