বেঙ্গালুরু: কর্নাটকের অগ্নিপরীক্ষায় উতরাবে কে, তার দিকেই তাকিয়ে গোটা দেশ। আজ, শনিবার প্রকাশ হতে চলেছে কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল (Karntaka Assembly Election Results 2023)। এবারে কর্নাটকে শাসক দলের গদি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস (Congress) ও বিজেপি(BJP)-র। একদিকে যেমন শাসক দল বিজেপি ক্ষমতা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছে, তেমনই আবার সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করতে মরিয়া কংগ্রেসও। তবে গত নির্বাচনের মতো এবারও নির্ণায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে জেডিএস (JDS)। ভোট পর্ব মেটার পরই জেডিএসের তরফে দাবি করা হয়, কংগ্রেসও বিজেপি জোট বাধার প্রস্তাব দিয়ে যোগাযোগ করেছে। কিন্তু বিজেপির তরফে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়। এবার একই পথে হাঁটল কংগ্রেসও। শুক্রবার জেডিএসের সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)।
বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, কর্নাটকের বিধানসভা নির্বাচনে এবার এগিয়ে রয়েছে কংগ্রেসই। ১০০-রও বেশি আসনে জয়লাভ করতে পারে তারা। ঠিক তার পিছনেই রয়েছে বিজেপি। ৮৫ থেকে ৯০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা তাদের। তৃতীয় স্থানে থাকতে পারে প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া ও এইচডি কুমারস্বামীর দল জনতা দল সেকুলার। কর্নাটক নির্বাচনে নির্ণায়ক ক্ষমতা হয়ে উঠতে পারে তারা। জেডিএস যে দলের সঙ্গেই জোট বাধবে, তারা সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ছুঁতে পারবে কমপক্ষে অতিরিক্ত ২০-২৫টি আসন পেয়ে। এই অবস্থায় বৃহস্পতিবারই জেডিএসের তরফে দাবি করা হয়েছিল যে কংগ্রেস ও বিজেপি-উভয় দলই তাদের সঙ্গে যোগাযোগ করেছে জোটের প্রস্তাব নিয়ে। কিন্তু শুক্রবার সেই দাবি অস্বীকার করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
কর্নাটকে কংগ্রেসের জয় নিয়ে আত্মবিশ্বাসী খাড়্গে শুক্রবার জানান, বিপুল ভোটে জয়ী হবে কংগ্রেস। কত আসনে কংগ্রেস জয়ী হচ্ছে, তার উপরে নির্ভর করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। খাড়্গে বলেন, “আসন সংখ্যাই বলে দেবে আমাদের কী করতে হবে। ভোটের ফল বেরোক আগে, তারপর আমরা সিদ্ধান্ত নেব।”
জেডিএসের সঙ্গে জোট বাধা নিয়ে কথা হয়েছে কি না, এই প্রশ্ন করা হলে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, “কারোর সঙ্গে কথা হয়নি। আমরা কারোর সঙ্গে যোগাযোগ করিনি।”