বেঙ্গালুরু: কংগ্রেস নাকি বিজেপি, কে সরকার গড়বে কর্নাটকে? এই প্রশ্নের উত্তর মিলবে আর কিছুক্ষণেই। আজ, শনিবার প্রকাশিত হতে চলেছে কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল। ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। ফলাফলের দিকে তাকিয়ে শাসক ও বিরোধী দল। একদিকে যেখানে বিধায়ক চুরি হওয়ার ভয়ে আগে থেকেই রিসর্ট বুক করে রেখেছে কংগ্রেস, সেখানেই ফল প্রকাশের আগে আত্মবিশ্বাসের সুর শোনা গেল কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বাসবরাজ বোম্মাইয়ের গলায়। এ দিন সকালে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ম্যাজিক নম্বর পার করবে বিজেপি। বিভিন্ন বিধানসভা কেন্দ্র ও বুথ থেকে এমনটাই খবর মিলছে। আমরা নিশ্চিত যে আমরাই জয়ী হব।”
চলতি সপ্তাহের গত বুধবার, ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়। আজ সেই নির্বাচনের ফল প্রকাশ হওয়ার কথা। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হয়ে জেডিএসের সঙ্গে সরকার গড়লেও, পরে একে একে বিধায়করা দল ছাড়াতেই কংগ্রেস সরকারের পতন হয়। নতুন সরকার গঠন করে বিজেপি। এবারও যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগাম সতর্কতা নিয়েছে কংগ্রেস। বিধায়ক চুরির ভয়ে আগে থেকেই কংগ্রেস একটি রিসর্ট বুক করেছে, যেখানে জয়ী বিধায়কদের রাখা হবে সরকার গঠন হওয়া অবধি।
কংগ্রেসের এই সিদ্ধান্তের কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, “কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। তাই তারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। ওদের তো নিজেদের বিধায়কদের উপরেই ভরসা নেই।”
এবারের নির্বাচনে বিজেপিই সরকার গঠন করবে, এই বিষয়ে আত্মবিশ্বাসী সুরে তিনি বলেন, “অন্য় কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট বাধার প্রশ্নই আসে না। আমরা নিশ্চিত যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব আমরা। কংগ্রেস নেতাদের যত খুশি বৈঠক করতে দিন। তাদের অধিকার আছে বৈঠক করার।”