Karnataka CM Selection Live Update: আগামিকাল হবে না কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ: কংগ্রেস সূত্র

| Edited By: | Updated on: May 17, 2023 | 9:27 PM

Karnataka CM Selection Live Update: কর্নাটকের মুখ্যমন্ত্রীর দৌড়ে আপাতত দুইজনের নামই শোনা যাচ্ছে। একদিকে রয়েছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা সিদ্দারামাইয়া, অন্যদিকে রয়েছে কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার।

Karnataka CM Selection Live Update: আগামিকাল হবে না কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ: কংগ্রেস সূত্র
ছবি: টিভি৯ বাংলা।

কর্নাটকের বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election 2023) চমকপ্রদ ফল কংগ্রেসের(Congress)। বিজেপিকে ধরাশায়ী করে ২২৪টি আসনের মধ্যে ১৩৫টি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। নির্বাচনে জয়ী হলেও, সরকার গড়া নিয়েই সংশয়ে পড়েছে কংগ্রেস। মুখ্য়মন্ত্রী (Chief Minister)-কে হবেন, তা নিয়েই টানাপোড়েন শুরু হয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রীর দৌড়ে আপাতত দুইজনের নামই শোনা যাচ্ছে। একদিকে রয়েছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ নেতা সিদ্দারামাইয়া (Siddaramaiah), অন্যদিকে রয়েছে কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার (DK Shivakumar)। আগামিকাল, বৃহস্পতিবার কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিকে, এখনও মুখ্যমন্ত্রীর নামই ঘোষণা হয়নি। সূত্রের খবর, আজই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কর্নাটকের মুখ্যমন্ত্রী কে হবেন, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আজ দুপুর বা বিকেলের মধ্যেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী নির্বাচনের যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 17 May 2023 06:12 PM (IST)

    কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক শিবকুমারের

    দিল্লিতে ভাইয়ের বাড়িতেই কর্নাটক কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্য়মন্ত্রী পদপ্রার্থী ডিকে শিবকুমার।

  • 17 May 2023 04:53 PM (IST)

    রাহুলের সঙ্গে সাক্ষাৎ দুই নেতার

    কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে এ দিন দেখা করেন কর্নাটকের কংগ্রেস নেতা ডিকে শিবকুমার ও সিদ্দারামাইয়া।

  • 17 May 2023 04:52 PM (IST)

    ভাইয়ের বাড়িতে এলেন ডিকে শিবকুমার

    মুখ্য়মন্ত্রীর নাম এখনও ঘোষণা হয়নি। আপাতত দিল্লিতেই রয়েছেন ডিকে শিবকুমার। রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর দিল্লিতে তাঁর ভাই তথা সাংসদ ডিকে সুরেশের বাড়িতে গেলেন শিবকুমার।

  • 17 May 2023 03:06 PM (IST)

    ৪৮-৭২ ঘণ্টার মধ্যেই তৈরি হবে কর্নাটক ক্যাবিনেট

    এ দিন কংগ্রেস নেতা তথা কর্নাটকের পর্যবেক্ষক রণদীপ সূর্যেওয়ালা বলেন, "দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সিদ্ধান্ত নিচ্ছেন। যখনই সিদ্ধান্ত নেওয়া হবে, কংগ্রেস জানিয়ে দেবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যেই কর্নাটকে ক্যাবিনেট তৈরি হয়ে যাবে।"

  • 17 May 2023 03:03 PM (IST)

    সিদ্দারামাইয়ার পোস্টারে দুধ ঢালছেন কর্মী-সমর্থকরা

  • 17 May 2023 03:02 PM (IST)

    সিদ্দারামাইয়ার সমর্থকদের উদযাপন শুরু

    মুখ্যমন্ত্রীর নাম এখনও ঘোষণা হয়নি, তবে সূত্রের খবর কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন সিদ্দারামাইয়াই। ঘোষণার আগেই ইতিমধ্যে সিদ্দারামাইয়ার সমর্থকরা উদযাপন শুরু করে দিয়েছে।

  • 17 May 2023 01:34 PM (IST)

    রাহুলের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরলেন শিবকুমার

    প্রায় এক ঘণ্টা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর ১০ জনপথ রোডের বাংলো থেকে বেরতে দেখা গেল কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমারকে।

  • 17 May 2023 01:09 PM (IST)

    কর্নাটকের মুখ্যমন্ত্রী হবেন সিদ্দারামাইয়া, দাবি কংগ্রেস সূত্রের

    কর্নাটকের মুখ্যমন্ত্রী হতে চলেছেন প্রবীণ নেতা সিদ্দারামাইয়া। কংগ্রেস সূত্রে এমনটাই খবর। উপমুখ্যমন্ত্রী হতে পারেন ডিকে শিবকুমার। যদিও এই বিষয়ে কংগ্রেসের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

  • 17 May 2023 12:47 PM (IST)

    রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে এলেন ডিকে শিবকুমারও

    প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া বেরিয়ে যেতেই দিল্লিতে ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে এলেন ডিকে শিবকুমার।

  • 17 May 2023 12:44 PM (IST)

    রাহুলের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিদ্দারামাইয়া

    ১০ জনপথ রোডে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছিলেন সিদ্দারামাইয়া। বৈঠকের পর তাঁকে বেরিয়ে যেতেও দেখা যায়।

  • 17 May 2023 12:42 PM (IST)

    খাড়্গের সঙ্গে সাক্ষাৎ কর্নাটক কংগ্রেস ওয়ার্কিং প্রেসিডেন্ট

    কর্নাটক কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট এশ্বর খান্ডারেও এদিন দিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখা করলেন। তিনি জানান, কর্নাটকের উন্নয়ন নিয়েই কথা হয়েছে। মুখ্যমন্ত্রী কে হবেন, তা কেবল হাই কম্যান্ড স্থির করবেন।

  • 17 May 2023 12:39 PM (IST)

    দিল্লিতে রাহুলের সঙ্গে সাক্ষাৎ সিদ্দারামাইয়ার

    এ দিন সকালেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখা করতে আসেন সিদ্দারামাইয়া। প্রায় ঘণ্টাখানেক বৈঠক চলে তাঁদের।

Published On - May 17,2023 12:37 PM

Follow Us: