Snake in BJP Office: বিজেপি অফিসে মুখ্যমন্ত্রী, হঠাৎ বেরিয়ে এল কিং কোবরা, তারপর কী হল দেখুন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 13, 2023 | 1:24 PM

Karnataka Assembly Election 2023: ভিডিয়োয় দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শিগ্গাওয়ের বিজেপি কার্যালয়ে ঢুকছেন। সিড়ির কাছে পৌঁছতেই হঠাৎ নজরে আসে দলীয় কার্যালয়ের মধ্যে ঘুরছে সাপ। দেখা মাত্রই দলীয় নেতা-কর্মীরা বেরিয়ে আসেন।

Snake in BJP Office: বিজেপি অফিসে মুখ্যমন্ত্রী, হঠাৎ বেরিয়ে এল কিং কোবরা, তারপর কী হল দেখুন...
এই সাপটি ঢুকে গিয়েছিল বিজেপি অফিসে।

Follow Us

বেঙ্গালুরু: কর্নাটকে রাজনৈতিক দলগুলির ভাগ্যপরীক্ষা আজ। গত ১০ মে কর্নাটকের বিধানসভা নির্বাচনের ভোট (Karnataka Assembly Election 2023) গ্রহণ হয়। আজ, শনিবার প্রকাশিত হতে চলেছে নির্বাচনের ফলাফল। ইতিমধ্যেই চলছে ভোট গণনা। আপাত ট্রেন্ডে দেখা গিয়েছে, ১০০ টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস (Congress)। জেতার সম্ভাবনা কংগ্রেসেরই বেশি। তবে কড়া টক্কর দিতে প্রস্তুত বিজেপিও (BJP)। শনিবার সকালেই বিজেপির ক্য়াম্প অফিসে যান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basavaraj Bommai)। কিন্তু সেখানে ঢুকতেই ঘটল বিপত্তি। মুখ্যমন্ত্রী দলীয় কার্যালয়ে পা রাখতেই বেরিয়ে এল সাপ (Snake)। ফোঁস ফোঁস করে তেড়েও এল। হঠাৎ সাপ বেরিয়ে আসায় দলীয় কার্যালয়ে হুড়োহুড়ি পড়ে যায়। পরে অবশ্য ওই সাপটিকে দলীয় কার্যালয় থেকে সাবধানে বের করে আনা হয়।

সংবাদসংস্থা এএনআই-র পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শিগ্গাওয়ের বিজেপি কার্যালয়ে ঢুকছেন। সিড়ির কাছে পৌঁছতেই হঠাৎ নজরে আসে দলীয় কার্যালয়ের মধ্যে ঘুরছে সাপ। দেখা মাত্রই দলীয় নেতা-কর্মীরা বেরিয়ে আসেন। জানা গিয়েছে, ওই সাপটি কিং কোবরা ছিল।

সাপ তাড়াতে শোরগোল পড়ে যায় বিজেপি কার্যালয়ে। পরে এক পুলিশ কর্মীই সাহস দেখিয়ে এগিয়ে আসেন। লাঠি ও সাপ ধরার হুক দিয়ে তিনি সাপটিকে ধরেন। সাপটিকে বিজেপির কার্যালয়ের বাইরে নিয়ে গিয়ে খোলা জায়গায় ছেড়ে দিয়ে আসা হয়েছে বলেই জানা গিয়েছে।

Next Article