KMC Election 2021: ‘মানুষ বলছে কংগ্রেসকে দেখা যাচ্ছে’, নিভু নিভু হয়েও নিভছে না অধীরের আশার আলো

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 17, 2021 | 8:02 PM

Adhir Ranjan Chowdhury: ফের একবার রাজ্যের শাসক শিবিরকে বাক্যবাণে বিদ্ধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের পতাকা ছেঁড়া থেকে শুরু করে কর্মী-সমর্থকদেকর হুমকি দেওয়া... একাধিক অভিযোগ এনেছেন তিনি।

KMC Election 2021: মানুষ বলছে কংগ্রেসকে দেখা যাচ্ছে, নিভু নিভু হয়েও নিভছে না অধীরের আশার আলো
তৃণমূলকে তোপ অধীরের, ছবি ফেসবুক।

Follow Us

কলকাতা : কলকাতা পৌরনিগমের নির্বাচনের আগে আর বেশি সময় বাকি নেই। খেলা এখন চলছে স্লগ ওভারে। প্রতিটি দল এখন ব্যস্ত ঝোড়ো ব্যাটিংয়ে ছক্কা হাঁকাতে। চলছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। আর এরই মধ্যে ফের একবার রাজ্যের শাসক শিবিরকে বাক্যবাণে বিদ্ধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের পতাকা ছেঁড়া থেকে শুরু করে কর্মী-সমর্থকদেকর হুমকি দেওয়া… একাধিক অভিযোগ এনেছেন তিনি।

সন্ত্রাসের আশঙ্কা করছে কংগ্রেস

তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরে অধীরবাবু বলেন, “কংগ্রেসের পতাকা ছিঁড়ে দেওয়া। হুমকি দেওয়া হচ্ছে। আমরা এগুলি কমিশনের নজরে আনার চেষ্টা করছি। আমরা আশঙ্কা করছি ভোটের দিন সন্ত্রাস হবে কোথাও কোথাও।”

‘তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে’

একই সঙ্গে তাঁর আরও বক্তব্য, ” তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভে প্রলেপ দেওয়ার জন্য বলছেন কাটমানি চলবে না, সিন্ডিকেট চলবে না। এটা আমাদের রাজনীতির সুফল। কাটমানি মমতার জ্ঞাতসারে হয়েছে। প্রমোটাররা ক্ষমতা দখলের চেষ্টা করবে। আর তারা ক্ষমতা দখল করতে চাইলে মানুষকে আদৌ ভোট দিতে দেওয়া হবে? মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করব, যাতে মানুষ ভোট দিতে পারে, তার ব্যবস্থা করবেন।”

পৌরভোটে আশাবাদী অধীর

আসন্ন পৌরভোট নিয়েও যথেষ্ট আশাবাদী দেখা গেল অধীর রঞ্জন চৌধুরীকে। কলকাতার পৌরভোটে কংগ্রেসের অবস্থান সম্পর্কে আজ তিনি বলেন, “৬০ থেকে ৭০ টি ওয়ার্ড আমাদের তৎপরতা দেখা যাচ্ছে। সাধারণ মানুষ তাই বলছেন, যে হঠাৎ করে কংগ্রেসকে দেখা যাচ্ছে।”

পুরভোটে রাজ্য নির্বাচন কমিশনকে তিরস্কার হাইকোর্টের

এদিকে আসন্ন পুরভোটে নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র তিরস্কার করেছে কলকাতা হাইকোর্ট। কত পুলিশ মোতায়েন করা হচ্ছে? নিরাপত্তা সংক্রান্ত পরিকল্পনাই বা কি? এ সব প্রশ্নের যথাযথ উত্তর না পাওয়ায় ক্ষুব্ধ হন বিচারপতি। বুথে পুলিশি নিরাপত্তা কেমন তার স্পষ্ট নকশা দিতে বলা হয় আদালতে। সেই ব্লু প্রিন্ট দিতে না পারায় তিরস্কার করেন প্রধান বিচারপতি। তিনি কমিশনের আইনজীবীকে বলেন, ‘আপনারা কি বিষয় টা সিরিয়াসলি নিচ্ছেন না?’

এ দিন আদালতে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, বুথে সিসিটিভি রাখা হচ্ছে। একাধিকবার পুলিশ আধিকারিকদের সঙ্গে কমিশনের বৈঠক হয়েছে। পুরভোটে বাহিনীর কোনও প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তিনি। আইনজীবী বলেন, ‘বুথে একজন সশস্ত্র পুলিশ থাকছেন। কমিশন আশ্বাস দিচ্ছে, কোনও সন্ত্রাস হবে না।’ সে কথা শুনে প্রধান বিচারপতি মনে করিয়ে দেন, এখানে ভোটারদের ভয় পাওয়া এবং সন্ত্রাসের ইতিহাস আছে। সে বিষয়ে জবাব দিতে গিয়ে কমিশনের তরফে আশ্বস্ত করা হয় অভিযোগ পাওয়া মাত্রই তার নিষ্পত্তি করা হবে। পুলিশি পাহারার ব্যবস্থা থাকবে বলেও জানানো হয় কমিশনের তরফে। আইনজীবী বলেন, ‘কারও অনুমানের ওপর ভিত্তি করে কিছু হয় না’।

আরও পড়ুন : KMC Election 2021: নির্বাচনে বাধা দেখলেই ফোন করুন ওসির নম্বরে, ভোটার নিরাপত্তা নিশ্চিত করতে হোর্ডিং শহরে

Next Article