KMC Municipal Election 2021: মেয়র পদের দৌড়ে এগিয়ে কে? আজই সিদ্ধান্ত

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 23, 2021 | 12:58 PM

KMC Election: তৃণমূল সূত্রে খবর, কলকাতার পরবর্তী মেয়র হিসাবে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বিদায়ী মেয়র তথা পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। তবে অপর আরেকটি সূত্রের দাবি, মেয়র দৌড়ে এগিয়ে রয়েছে মালা রায়ও।

KMC Municipal Election 2021: মেয়র পদের দৌড়ে এগিয়ে কে? আজই সিদ্ধান্ত
কলকাতার মেয়র কে?

Follow Us

কলকাতা: আজ, বৃহস্পতিবার কলকাতার মেয়র নিয়ে সিদ্ধান্ত। কলকাতা পুরসভায় এবার জোড়া ডেপুটি মেয়র? জল্পনা তুঙ্গে। মেয়র পারিষদ তালিকায় বাড়তে পারে মহিলা মুখ। ৫ থেকে ৬ মহিলা কাউন্সিলর এমআইসি হতে পারেন।

তৃণমূল সূত্রে খবর, কলকাতার পরবর্তী মেয়র হিসাবে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে বিদায়ী মেয়র তথা পুরপ্রশাসক ফিরহাদ হাকিম। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ফিরহাদ হাকিমকেই মেয়র করার ভাবনাচিন্তা রয়েছে নেত্রীর। কারণ তা না হলে তিনি মন্ত্রী পদে থাকাকালীন, তাঁকেই টিকিটই দেওয়া হত না। তবে অপর আরেকটি সূত্রের দাবি, মেয়র দৌড়ে এগিয়ে রয়েছে মালা রায়ও। নাম উঠে আসছে দেবাশিস কুমারেরও। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই দুটি নামের প্রস্তাব করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে বাংলার মাটিতে ঘাসফুল ফোটার পর থেকেই মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। ২০১৫ সালেও তিনি হন মেয়র। কিন্তু শেষ চার-পাঁচ বছরে শোভনের ব্যক্তিগত জীবনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক জীবনেও এসেছে বিস্তর পরিবর্তন। ২০১৮ সালে মেয়র পদ ছেড়ে দেন শোভন। কলকাতার মেয়র করা হয় ফিরহাদকে। পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে মেয়র পদ সামলেছিলেন তিনি। পুরভোট না হওয়ায়, তিনিই ছিলেন এযাবৎ পুরপ্রশাসক।

বিধানসভা নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে তৃণমূল। মঙ্গলবার কলকাতার পুরভোটের ফল ঘোষণা হওয়ার পর ফের বাংলায় সবুজ ঝড়। ভোটের প্রচারে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অন্তত ১৩৫ টি আসনে জিতবে তৃণমূল কংগ্রেস। সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে।

তবে একটি বিষয় ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে। মেয়র পদের দৌড়ে যিনি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন, সেই ফিরহাদ হাকিম বর্তমানে পরিবহন ও আবাসন দফতরের দায়িত্ব সামলাচ্ছেন।  মন্ত্রিসভা গঠনের পর নেত্রী ঘোষণা করেছিলেন ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কথা। যদিও কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম মানা হয়নি। কারণ দেখা গিয়েছে, একাধিক সাংসদ-বিধায়ক-মন্ত্রী প্রার্থী হয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন, তবে কি মেয়র মনোনয়নের ক্ষেত্রে আদৌ মানা হবে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি?  প্রশ্ন থেকেই যাচ্ছে।

২০১৫ পরে ২০২১। এক বছর ধরে প্রশাসক দিয়ে কাজ চলেছে কলকাতা পুরসভার। এবার নতুন মেয়র। নতুন পুরবোর্ড। বর্যার জল যন্ত্রণা থেকে মুক্তি, মশারোধ, শহর জুড়ে ছড়িয়ে থাকা তারের জটজঞ্জাল পরিষ্কার, রাস্তাঘাটের উন্নতি, খোলা ম্যানহোল বিপদ থেকে মুক্তি। এই সবই চাইছেন মহানগরের বাসিন্দারা। পুরবাসীর চাহিদা কতখানি নতুন মেয়র মেটাবেন, সেটাই দেখার।

আরও পড়ুন: Sayantan Basu: বিজেপির রাজ্য কমিটিতে নাম নেই, সায়ন্তনের নতুন রাজনৈতিক অবস্থান নিয়ে জোর চর্চা

আরও পড়ুন: রাজ্য কমিটি থেকে নাম বাদ, হোয়াইটস অ্যাপ গ্রুপ থেকে ‘লেফট’ হয়ে গেলেন সায়ন্তন বসু

Next Article