Sonia Gandhi: হারের ভয় পাচ্ছেন নাকি সনিয়া, দাঁড়াবেন না ভোটে?
Sonia Gandhi Rajya Sabha candidate: গত নির্বাচনে স্মৃতি ইরানির বিরুদ্ধে হেরে গিয়েছেন রাহুল গান্ধী। এবার কি, রায়বরেলি আসনও হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছে কংগ্রেস? ২০০৪ সাল থেকে পরপর চারবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তবে, সূত্রের খবর, এবার আর এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি।
নয়া দিল্লি: গত দুই লোকসভা নির্বাচনে লাফিয়ে লাফিয়ে কমেছে কংগ্রেসের ভোট। যে উত্তর প্রদেশ একসময় ছিল নেহরু-গান্ধী পরিবারের ঘাঁটি, সেখানে এখন শক্তি কমতে কমতে প্রায় সাইনবোর্ডে পরিণত হয়েছে কংগ্রেস। ২০১৯ সালের নির্বাচনে গান্ধী পরিবারের অন্যতম দূর্গ হিসেবে পরিচিত আমেঠি আসন হাতছাড়া হয়েছে। স্মৃতি ইরানির বিরুদ্ধে হেরে গিয়েছেন রাহুল গান্ধী। এবার কি, রায়বরেলি আসনও হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছে কংগ্রেস? ২০০৪ সাল থেকে পরপর চারবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তবে, সূত্রের খবর, এবার আর এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি। বস্তুত, লোকসভা নির্বাচনে লড়বেনই না কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। বদলে, রাজস্থান থেকে রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। তাঁর বদলে, রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে লড়তে পারেন সনিয়া কন্যা তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী।
একসময় রায়বরেলি আসন থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন ফিরোজ গান্ধী, ইন্দিরা গান্ধীরা। ১৯৫২ সাল থেকে এখনও পর্যন্ত একবার জনতা পার্টির রাজ নারায়ণ, আর একবার বিজেপির অশোক সিং ছাড়া, প্রতিবারই এই আসন থেকে কংগ্রেস প্রার্থীরাই জয়ী হয়েছেন। গত বিধানসভা নির্বাচনে, এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে, একটি মাত্র আসনে জয়ী হয়েছিল বিজেপি। বাকি চারটিই গিয়েছিল সপার ঝুলিতে। প্রসঙ্গত উল্লেখ্য, এদিনই মধ্য প্রদেশ কংগ্রেস শাখা তাঁদের রাজ্য থেকে সনিয়াকে রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব দিয়েছে। গত সপ্তাহে সনিয়া গান্ধীকে তেলঙ্গানার খাম্মাম থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
এপ্রিলেই দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। এই শূন্যস্থানগুলি পূরণের জন্য ২৭ ফেব্রুয়ারি ভোট হবে। রাজস্থানের তিনটি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। রাজ্য বিধানসভার শক্তি অনুযায়ী, এর মধ্যে দুটি আসন পাবে বিজেপি। অপর আসনটি পাওয়ার কথা কংগ্রেসের। এতদিন এই আসন থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার, তাঁর জায়গায় এই আসন থেকে রাজ্যসভায় পাঠানো হতে পারে সনিয়াকে। সদ্য সমাপ্ত সংসদের অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশনে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, বিরোধী নেতাদের অনেকেই অস্তিত্ব রক্ষায় এখন রাজ্যসভায় চলে যাচ্ছেন। সনিয়াও কি সেই পথ অনুসরণ করবেন?
সনিয়ার পাশাপাশি, বিহার থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনীত হতে পারেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিং। এছাড়া রাজ্যসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী করতে পারে অভিষেক মনু সিংভি এবং অজয় মাকেনকে। এতদিন বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজ্যসভার সাংসদ ছিলেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি। তবে, বঙ্গ বিধানসভায় বর্তমানে কংগ্রেসের কোনও বিধায়ক নেই। বদলে শক্তি বেড়েছে বিজেপির। ফলে, ওই আসন থেকে রাজ্যসভায় প্রার্থী পাঠাতে পারবে বিজেপি। শমিক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে গেরুয়া শিবির। আগামী এক-দুই দিনের মধ্যেই কংগ্রেস আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে কংগ্রেস, এমনটাই আশা করা হচ্ছে।