আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

প্রার্থীদের নাম মোট ভোট পার্টি सফল
Manoj Tigga 695314 BJP Won
Prakash Chik Baraik 619867 TMC Lost
Mili Oraon 39709 RSP Lost
Parimal Oraon 12584 IND Lost
Arjun Indwar 11122 IND Lost
Munib Narjinary 6648 BSP Lost
Rahul Marak 5695 KMSP Lost
Chandan Oraon 2787 SUCI Lost
Nripendra Narayan Debkarjee 2055 KPP(U) Lost
Babita Bara 1552 GNASURKP Lost
Binay Murmu - NBENPP Lost
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র নির্বাচনের ফলাফল

পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম আলিপুরদুয়ার। রাজ্যের অপেক্ষাকৃত নতুন জেলাগুলির মধ্যে একটি হল আলিপুরদুয়ার। আর সেই জেলায় রয়েছে এই একটিমাত্র লোকসভা কেন্দ্র। তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত রয়েছে এই আসনটি। এই জেলার বেশিরভাগ বাসিন্দা তফসিলি জাতি ও উপজাতির মানুষ। এই কেন্দ্রে রাজনীতির রঙ বদলেছে বারবার। একসময় বামেদের হাতে থাকা আলিপুরদুয়ার কেন্দ্র বর্তমানে বিজেপির হাতে। এই জেলার অধীনে রয়েছে পাঁচটি বিধানসভা কেন্দ্র। আলিপুরদুয়ারের অন্তর্গত পাঁচ বিধানসভা কেন্দ্র হল কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, মাদারিহাট ও ফালাকাটা। ২০১৯ সালে বিজেপির টিকিটে জয়ী হয়ে এই কেন্দ্রের সাংসদ হন জন বার্লা। তবে এবার ওই কেন্দ্রে জন বার্লাকে প্রার্থী করেনি বিজেপি। মনোজ টিগ্গার নাম ঘোষণা করা হয়েছে বিজেপির প্রার্থী হিসেবে। আলিপুরদুয়ার কেন্দ্রে আদিবাসী ভোট একটা বড় ফ্যাক্টর। সব দলই সেই ভোটব্যাঙ্ককে পাখির করে লড়াই করে। সেই কারণেই জন বার্লাকে ২০১৯ সালে সামনে এনেছিল বিজেপি। এনআরসি ইস্যুকে সামনে রেখে গত লোকসভা নির্বাচনে লড়াই করে গেরুয়া শিবির। অন্যদিকে, ২০১৯-এ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন দশরথ তিরকে। আরএসপি ও কংগ্রেসের প্রার্থী ছিলেন মিলি ওরাওঁ ও মোহনলাল বসুমাতা। ২০১৯-এ এই কেন্দ্রে বিজেপি পেয়েছিল ৭ লক্ষ ৫০ হাজার ৮০৪টি ভোট, তৃণমূল পেয়েছিল ৫ লক্ষ ৬ হাজার ৮১৫টি ভোট। ২১ হাজার ১৭৫টি ভোট পড়েছিল নোটায়। ২০১৯-এর আগে সালে এই কেন্দ্র ছিল তৃণমূলের হাতে। ২০১৪ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী দশরথ তিরকে। বিজেপি ছিল দু নম্বরে। কম ব্যবধানেই পরাজিত হয়েছিল বিজেপি। তৃণমূল যেখানে পেয়েছিল ৩,৬২,৪৫৩টি ভোট, বীরেন্দ্র বরা ওঁরাও পেয়েছিলেন ৩,৩৫,৮৫৭টি ভোট। নোটা-য় ভোট পড়েছিল ১৯,৮৮৫টি। বারবার রঙ বদলেছে এই কেন্দ্রে। ২০০৯ সালে অর্থাৎ তৃণমূল রাজ্য়ে ক্ষমতায় আসার আগে এই কেন্দ্র ছিল বামেদের হাতে। আরএসপি-র মনোহর তিরকে সাংসদ হয়েছিলেন এই কেন্দ্র থেকে। দ্বিতীয় স্থানে পবন কুমার লাকড়া পেয়েছিলেন ২,৭২,০৬৮টি ভোট আর বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা ১,৯৯,৮৪৩টি ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। সেই মনোজ টিগ্গাই এবারের প্রার্থী। বিজেপির হাতে থাকা এই কেন্দ্রে এবার গেরুয়া শিবিরেই ক্ষোভের সুর। বাদ পড়ায় মন ভেঙেছে জন বার্লার। কেন্দ্রীয় মন্ত্রীর পদও পেয়েছিলেন তিনি। কিন্তু কোন অঙ্কে এবার বাদ পড়লেন, তা স্পষ্ট নয়। শুধু আদিবাসী ভোট নয়, চা বলয়ও এই কেন্দ্রে একটা বড় ফ্যাক্টর।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র ভোটের ফলাফল
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
John Barla বিজেপি Won 7,50,804 54.40
Dasrath Tirkey তৃণমূল কংগ্রেস Lost 5,06,815 36.72
Mili Oraon আরএসপি Lost 54,010 3.91
Mohanlal Basumata কংগ্রেস Lost 27,427 1.99
Prasen Jayant Kindo আইএনডি Lost 11,518 0.83
Gergory Trikey আইএনডি Lost 4,303 0.31
Rabichan Rabha এস ইউ সি আই সি Lost 4,165 0.30
Nota NOTA Lost 21,175 1.53
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Manohar Tirkey আরএসপি Won 3,84,890 41.22
Paban Kumar Lakra তৃণমূল কংগ্রেস Lost 2,72,068 29.14
Manoj Tigga বিজেপি Lost 1,99,843 21.40
Joachim Baxla আইএনডি Lost 18,855 2.02
Pauldexion Khariya আইএনডি Lost 16,856 1.81
Elias Narjinary বিএসপি Lost 14,155 1.52
Bilkan Bara এসডব্লুজেপি Lost 9,659 1.03
Thaddeus Lakra আইএনডি Lost 8,750 0.94
Kamal Lama আইএনডি Lost 8,658 0.93
প্রার্থীদের নাম ফলাফল মোট ভোট ভোট শতাংশ
Dasrath Tirkey তৃণমূল কংগ্রেস Won 3,62,453 29.62
Manohar Tirkey আরএসপি Lost 3,41,056 27.87
Birendra Bara Oraon বিজেপি Lost 3,35,857 27.45
Joseph Munda কংগ্রেস Lost 1,16,718 9.54
Eliash Narjinari বিএসপি Lost 11,039 0.90
Paul Dexion Khariya আইএনডি Lost 10,450 0.85
Dr Kapin Ch Boro আইএনডি Lost 7,676 0.63
Subash Chik Baraik এস ইউ সি আই সি Lost 7,131 0.58
Ishabela Kujur আরজেজেএসপি Lost 5,961 0.49
Bilkan Bara এসডব্লুজেপি Lost 5,340 0.44
Nota NOTA Lost 19,885 1.63
আলিপুরদুয়ার লোকসভা আসনের ইতিবৃত্ত
রাজ্যWest Bengal লোকসভা আসনAlipurduars মনোনয়ন জমা10 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার1 জামানত জব্দ6 মোট প্রার্থী9
পুরুষ ভোটার6,40,335 মহিলা ভোটার5,88,966 অন্যান্য ভোটার- মোট ভোটার12,29,301 ভোটের তারিখ30/04/2009 ভোট গণনার তারিখ16/05/2009
রাজ্যWest Bengal লোকসভা আসনAlipurduars মনোনয়ন জমা10 মনোনয়ন বাতিল0 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ7 মোট প্রার্থী10
পুরুষ ভোটার7,55,765 মহিলা ভোটার7,15,138 অন্যান্য ভোটার8 মোট ভোটার14,70,911 ভোটের তারিখ17/04/2014 ভোট গণনার তারিখ16/05/2014
রাজ্যWest Bengal লোকসভা আসনAlipurduars মনোনয়ন জমা8 মনোনয়ন বাতিল1 মনোনয়ন প্রত্যাহার0 জামানত জব্দ5 মোট প্রার্থী7
পুরুষ ভোটার8,36,318 মহিলা ভোটার8,12,042 অন্যান্য ভোটার23 মোট ভোটার16,48,383 ভোটের তারিখ11/04/2019 ভোট গণনার তারিখ23/05/2019
লোকসভা আসনAlipurduars মোট জনসংখ্যা21,66,397 শহুরে জনসংখ্যা (%) 18 গ্রামীণ জনসংখ্যা (%)82 তফসিলি জাতির জনসংখ্যা (%)30 তফসিলি জনজাতি (%)26 জেনারেল/ ওবিসি জনসংখ্যা (%)44
হিন্দু (%)85-90 মুসলিম (%)10-15 খ্রিস্টান (%)0-5 শিখ (%) 0-5 বৌদ্ধ (%)0-5 জৈন (%)0-5 অন্যান্য (%) 0-5
Source: 2011 Census

Disclaimer : “The information and data presented on this website, including but not limited to results, electoral features, and demographics on constituency detail pages, are sourced from various third-party sources, including the Association for Democratic Reforms (ADR). While we strive to provide accurate and up-to-date information, we do not guarantee the completeness, accuracy, or reliability of the data. The given data widgets are intended for informational purposes only and should not be construed as an official record. We are not responsible for any errors, omissions, or discrepancies in the data, or for any consequences arising from its use. To be used at your own risk.”

'ইন্দিরা' ফিরে এলেন, কংগ্রেস এবার কার হাতে?

Wayanad Bye-Election 2024: ২০২১ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের সময়ও শোনা গিয়েছিল, কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী। সেই জল্পনাতেও জল ঢেলে দেন প্রিয়ঙ্কা নিজেই। জানান, এখনই নির্বাচনে দাঁড়াতে চান না তিনি। সমালোচকরা সেই সময় বলেছিলেন, রাজনীতিতে থাকলেও, হারার ভয় পান প্রিয়ঙ্কা।

ফল প্রকাশের আগেই প্রার্থীদের এই কাগজে সই করাচ্ছে মহা বিকাশ আগাড়ি

Maharashtra Assembly Election 2024: ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২০০ আসনেই এগিয়ে তারা। এদিকে, ভোটে পিছিয়ে পড়তেই বড় পদক্ষেপ মহা বিকাশ আগাড়ি।

প্রথম পরীক্ষাতেই ফুলমার্কস প্রিয়ঙ্কার? ৬০,০০০ বেশি ভোটে এগিয়ে ওয়েনাডে

Wayanad Bye-Election: ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে এগিয়ে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। বিজেপি প্রার্থী নভ্যা হরিদাসের থেকে ৬৮ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এই নির্বাচন দিয়েই প্রিয়ঙ্কা গান্ধী ভোটের ময়দানে আত্মপ্রকাশ করেছেন।

উপনির্বাচনে বড় ষড়যন্ত্রের ছক, গোপন তথ্য হাতে পেতেই কমিশনে ছুটল TMC

Bye Election: ৬ কেন্দ্রে উপনির্বাচন যাতে অবাধে ও শান্তিপূর্ণভাবে হয়, তার জন্যই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাচ্ছে শাসক দল। আজ সকাল সাড়ে দশটা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন শশী পাঁজা, কুণাল ঘোষ ও জয় প্রকাশ মজুমদার।

লোকসভার স্পিকার পদ পেতে মরিয়া সকলে! কেন এই পদ এত গুরুত্বপূর্ণ?

NDA Govt: বিজেপি-র নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-র সবথেকে বড় দুই শরিক হল টিডিপি এবং জেডিইউ। দুই দলই স্পিকার পদ পাওয়ার দাবি জানিয়েছে। জোট সরকার যখন গঠিত হয়, তখন বিভিন্ন ইস্যুতে স্পিকারকে যে সব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে হয়, তা অজানা হয় চন্দ্রবাবু নায়ডুর। কারণ তাঁর দল অতীতে একাধিক জোট সরকারে সামিল থেকেছে। তাই এর গুরুত্ব টিডিপি ভালোই বোঝে।

স্ত্রীদের দাঁড় করিয়ে জেতার চেষ্টা! জনতা প্রত্যাখ্যান করল বাহুবলীদের

Bihar Politics: বাহুবলী ডন থেকে রাজনীতিক হওয়া এ রকম অনেকেই এখন বিহারের রাজনীতিতে সক্রিয়। রাজনৈতিক দলগুলিও এখন বাহুবলী নির্ভরতা পুরোপুরি কাটাতে পারেননি। কিন্তু তাঁদের কেউ কেউ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত। তাই ভোটে লড়াই করতে বাধা রয়েছে। সে বাহুবলীরা নিজেদের স্ত্রীকে দাঁড় করিয়েছেন ভোটে। নির্বাচনে লড়ার বাকি তাঁরা নিজেরাই করছেন আড়াল থেকে।

'মা সীতাকেও রেয়াত করেনি', অযোধ্যাবাসীর উপর ক্ষোভ উগরে দিলেন 'লক্ষ্মণ'

Sunil Lahiri on 2024 Lok Sabha Election Results: অযোধ্যাবাসীর উদ্দেশে ক্ষোভ উগরে দিলেন লক্ষ্মণ। দয়ানন্দ সাগরের 'রামায়ণ' ধারাবাহিকে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লাহিড়ী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়ো পোস্ট করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল নিয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভর্ৎসনা করেছেন অযোধ্যাবাসীকে।

অন্ধ্র থেকে কেন ধুয়ে মুছে সাফ জগন রেড্ডির দল?

Jagan Reddy Lost: রূপকথার কামব্যাক করেছেন চন্দ্রবাবু নায়ডু। ১৭৫ আসনের অন্ধ্র প্রদেশ বিধানসভায় চন্দ্রবাবুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) পেয়েছে ১৩৫টি আসন। পাঁচ বছর আগে ক্ষমতায় আসা জগন রেড্ডির দল নেমে গিয়েছে ১১ আসনে।

জেলে বসেই জিতলেন! ইন্দিরা গান্ধীর হত্যাকারীর ছেলে পৌঁছে গেলেন সংসদে

Punjab Lok Sabha Election 2024 Results: অসমের ডিব্রুগড়ের জেলে বন্দি তিনি। সেখান থেকেই লড়াই করেছিলেন লোকসভা নির্বাচনে। নির্দল প্রার্থী হিসাবে। পঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্র থেকে ১ লক্ষ ৪৫ হাজারের বেশি ভোটে জিতে সাংসদ হয়েছেন। তিনি হলেন অমৃতপাল সিং। পঞ্জাবের ব়্যাডিক্যাল নেতা হিসাবে পরিচিত তিনি।

পাঁচবারের মুখ্যমন্ত্রী নবীন কেন হারলেন? ওড়িশায় বিজেডির পতনের কারণ

Naveen Patnaik: লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িয়ায় হয়েছে বিধানসভা নির্বাচন। ওড়িশার বিধানসভা নির্বাচনে নবীন পট্টনায়কের বিজু জনতা দল (বিজেডি)-কে হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। ১৪৭ আসনের বিধানসভায় ৭৮টি আসন জিতেছেন তিনি। অন্য দিকে বিজেডি পেয়েছে ৫১টি আসন। কংগ্রেস পেয়েছে ১৪, সিপিএম ১টি এবং তিনটি কেন্দ্রে নির্দলরা জিতেছেন।

ভোটের খবর ২০২৪