কলকাতা: নিরাপত্তার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করলেন পুরভোটে দাঁড়ানো বিজেপির কয়েকজন প্রার্থী। কাঁথি পৌরসভার সমস্ত ওয়ার্ডের ও ভাটপাড়ার পৌরসভার তিনটি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা নিরাপত্তা চেয়ে মামলা করেন। সামনেই পুরসভা নির্বাচন। সেখানে কাঁথির সমস্ত ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা ও ভাটপাড়ার তিনটি ওয়ার্ডের (১,১১ ও ৩) বিজেপি প্রার্থীরা অভিযোগ করেছেন, তাঁরা নানাভাবে হুমকির শিকার হচ্ছেন। তাঁদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। তাঁদের দাবি, অবিলম্বে নিরাপত্তা দেওয়া হোক। বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলার জরুরি শুনানির আর্জি। মঙ্গলবার সকালে বিচারপতি রাজাশেখর মান্থা মামলাটি শুনবেন।
বিজেপির পক্ষ থেকে বারবার হাইকোর্টে জানানো হয়েছে, যাতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়। চার পুরসভার নির্বাচনের সময়েও আলাদা করে কেন্দ্রীয় বাহিনীর আর্জি জানিয়েছিল বিজেপি। এবারে ১০৮ পুরসভার ক্ষেত্রে অনেক জায়গাতেই বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না, তাঁরা হুমকির শিকার হচ্ছেন বলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি।
আগামী ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮ পুরসভায় পুরনির্বাচন। তার আগে কোন পুরসভায় কেমন নিরাপত্তার হাল, আদৌ যথোপযুক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে কি না তার সবদিক খতিয়ে দেখতে রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন।
সূত্রের খবর, ১০৮ টি পুরসভায় পুলিশের রুট মার্চ ঠিকভাবে হচ্ছে কি না তা খতিয়ে দেখতেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। বিভিন্ন পুরএলাকাতেই রুট মার্চ হচ্ছে না বলে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে বলে খবর সূত্রের। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার রিপোর্ট তলব করল কমিশন। বস্তুত, পুরসভার নির্বাচনে এ বার কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন করাচ্ছে কমিশন। ফলে প্রথম থেকেই বেশ কড়া কমিশন।
পুরনির্বাচন উপলক্ষ্যে বিরোধীদের বারবার আবেদন সত্ত্বেও রাজ্য পুলিশকেই বেছে নিয়েছে কমিশন। তারপরেও রাজ্যে কিন্তু অশান্তি-অনিয়মের অভিযোগ থামেনি। চার পুরনিগমের ভোটেও দেদার ছাপ্পার অভিযোগ উঠেছিল। তবুও, শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে দাবি করেছে রাজ্য নির্বাচন কমিশন। পাল্টা, পুরভোটে অশান্তির অভিযোগ তুলে হাইকোর্টে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু আগেই বলেছিলেন, পুরনিগমের নির্বাচনে যেভাবে ভোট হয়েছে তাতে আদালতে মামলা দায়ের করা উচিত। সেইদিক থেকে নিজেদের ‘গুডবয় ইমেজ’ ধরে রাখতে তৎপর কমিশন।
আরও পড়ুন: ‘আগে বিচার, চাকরি আমার মাথায় রইল’, ‘দিদির’ প্রস্তাবে সাফ জবাব আনিসের বাবার
আরও পড়ুন: Bhabanipur Murder: আততায়ী কি ওড়িশায় লুকিয়ে? ভবানীপুর খুনে অভিযুক্তকে ধরে দিতে পারলেই পুরস্কার