Punjab Assembly Elections: মাফিয়াদের ‘প্রোটেক্টর-ইন-চার্জ’, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে চাঁচাছোলা সিধু

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Feb 04, 2022 | 6:58 PM

Sidhu-Channi Tussle: নভজ্যোত সিং সিধু আরও জোর দিয়ে বলেন, যে কোনও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর জন্য কমপক্ষে ৬০ জন বিধায়কের সমর্থন থাকা উচিত।

Follow Us

চণ্ডীগঢ় : নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)? নাকি চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)? নাকি অন্য কেউ? পঞ্জাবের ভোটে (Punjab Assembly Elections 2022) কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী কে হবেন – তা নিয়ে পঞ্জাব কংগ্রেসে দ্বন্দ্বের বাতাবরণ এখনও অব্যাহত। আর তারই মধ্যে শুক্রবার নভজ্যোত সিং সিধু মুখ্যমন্ত্রী পদ প্রার্থী প্রসঙ্গে ফের জল্পনা উস্কে দিয়েছেন। বলেছেন, দলকে অবশ্যই “সৎ এবং পরিষ্কার ট্র্যাক রেকর্ড রয়েছে” এমন কাউকে বেছে নিতে হবে। উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতির এই ধরনের মন্তব্য এবং তাও আজকের দিনে দাঁড়িয়ে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, তাঁর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে প্রধান ‘প্রতিদ্বন্দ্বী’ চরণজিৎ সিং চন্নির এক আত্মীয়কে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে শুক্রবারই। সেই সঙ্গে নভজ্যোত সিং সিধু আরও জোর দিয়ে বলেন, যে কোনও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর জন্য কমপক্ষে ৬০ জন বিধায়কের সমর্থন থাকা উচিত।

সিধু বনাম চন্নির সংঘাত এবার আরও তীব্র

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “শুধুমাত্র জনগণই পারেন মুখ্যমন্ত্রীকে বেছে নিতে। জনগণের কথাই হল ঈশ্বরের কথা। আমি বলতে পারি যে অন্যরা যা করে তার জন্য আমি দায়ী নই। তবে নভজ্যোত সিং সিধু কোনও চুনোপুটি নয়।” তিনি আরও বলেন,”আপনি যদি নৈতিক কর্তৃত্ব এবং আন্তরিকতার সঙ্গে কাউকে বেছে না নেন, তাহলে জনগণের কাছে অন্য বিকল্পও আছে।” তাঁর কথায়, “আপনার ভাগ্য নির্ভর করে, আপনি যা বেছে নিচ্ছেন, তার উপর। এটি কোনও পছন্দ, সুযোগ নয় যে আপনার ভাগ্য নির্ধারণ করে। একজন ‘মাফিয়া-টাইপ ব্যক্তি’ আপনার কর্মসূচি বাস্তবায়ন করতে পারে না। একজন ব্যক্তি যিনি নিজেই মাফিয়াদের রক্ষক-ইন-চিফ, তিনি কীভাবে মাফিয়া দমন করবেন?”

মুখ্যমন্ত্রীর পদ প্রার্থী হতে কাঁটায় কাঁটায় টক্কর

কে হবেন পঞ্জাব কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। চলছে চুলচেরা বিশ্লেষণ। দৌঁড়ে একে অন্যকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছেন প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু এবং বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। শুক্রবার সকালের খবর ছড়িয়ে পড়ে যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চন্নির ভাগ্নে ভূপেন্দ্র সিং “হানি”-কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এক বেআইনি বালি খাদানের মামলায় গ্রেফতার করেছে৷ আর এর প্রেক্ষিতে নভজ্যোৎ সিং সিধু, নিজের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হওয়ার পক্ষে সওয়াল তুলে বলেন, যাকেই মুখ্যমন্ত্রী পদ প্রার্থী করা হোক না কেন, তাঁর নৈতিক কর্তৃত্ব এবং ১৭ বছরের ট্র্যাক রেকর্ড থাকতে হবে। সিধু আরও বলেন, “আমি নিজেকে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী বলতে পারি না। কিন্তু আপনি কতজনকে দেখেছেন যাঁরা সেলিব্রিটি এবং ছয়টি নির্বাচনে জিতেছেন?”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

চণ্ডীগঢ় : নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)? নাকি চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)? নাকি অন্য কেউ? পঞ্জাবের ভোটে (Punjab Assembly Elections 2022) কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী কে হবেন – তা নিয়ে পঞ্জাব কংগ্রেসে দ্বন্দ্বের বাতাবরণ এখনও অব্যাহত। আর তারই মধ্যে শুক্রবার নভজ্যোত সিং সিধু মুখ্যমন্ত্রী পদ প্রার্থী প্রসঙ্গে ফের জল্পনা উস্কে দিয়েছেন। বলেছেন, দলকে অবশ্যই “সৎ এবং পরিষ্কার ট্র্যাক রেকর্ড রয়েছে” এমন কাউকে বেছে নিতে হবে। উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতির এই ধরনের মন্তব্য এবং তাও আজকের দিনে দাঁড়িয়ে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, তাঁর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার দৌড়ে প্রধান ‘প্রতিদ্বন্দ্বী’ চরণজিৎ সিং চন্নির এক আত্মীয়কে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে শুক্রবারই। সেই সঙ্গে নভজ্যোত সিং সিধু আরও জোর দিয়ে বলেন, যে কোনও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর জন্য কমপক্ষে ৬০ জন বিধায়কের সমর্থন থাকা উচিত।

সিধু বনাম চন্নির সংঘাত এবার আরও তীব্র

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “শুধুমাত্র জনগণই পারেন মুখ্যমন্ত্রীকে বেছে নিতে। জনগণের কথাই হল ঈশ্বরের কথা। আমি বলতে পারি যে অন্যরা যা করে তার জন্য আমি দায়ী নই। তবে নভজ্যোত সিং সিধু কোনও চুনোপুটি নয়।” তিনি আরও বলেন,”আপনি যদি নৈতিক কর্তৃত্ব এবং আন্তরিকতার সঙ্গে কাউকে বেছে না নেন, তাহলে জনগণের কাছে অন্য বিকল্পও আছে।” তাঁর কথায়, “আপনার ভাগ্য নির্ভর করে, আপনি যা বেছে নিচ্ছেন, তার উপর। এটি কোনও পছন্দ, সুযোগ নয় যে আপনার ভাগ্য নির্ধারণ করে। একজন ‘মাফিয়া-টাইপ ব্যক্তি’ আপনার কর্মসূচি বাস্তবায়ন করতে পারে না। একজন ব্যক্তি যিনি নিজেই মাফিয়াদের রক্ষক-ইন-চিফ, তিনি কীভাবে মাফিয়া দমন করবেন?”

মুখ্যমন্ত্রীর পদ প্রার্থী হতে কাঁটায় কাঁটায় টক্কর

কে হবেন পঞ্জাব কংগ্রেসের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। চলছে চুলচেরা বিশ্লেষণ। দৌঁড়ে একে অন্যকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছেন প্রদেশ সভাপতি নভজ্যোৎ সিং সিধু এবং বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। শুক্রবার সকালের খবর ছড়িয়ে পড়ে যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চন্নির ভাগ্নে ভূপেন্দ্র সিং “হানি”-কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এক বেআইনি বালি খাদানের মামলায় গ্রেফতার করেছে৷ আর এর প্রেক্ষিতে নভজ্যোৎ সিং সিধু, নিজের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী হওয়ার পক্ষে সওয়াল তুলে বলেন, যাকেই মুখ্যমন্ত্রী পদ প্রার্থী করা হোক না কেন, তাঁর নৈতিক কর্তৃত্ব এবং ১৭ বছরের ট্র্যাক রেকর্ড থাকতে হবে। সিধু আরও বলেন, “আমি নিজেকে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী বলতে পারি না। কিন্তু আপনি কতজনকে দেখেছেন যাঁরা সেলিব্রিটি এবং ছয়টি নির্বাচনে জিতেছেন?”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

Next Article