Punjab Assembly Election 2022: ভোটের মুখে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার ইডির! শোরগোল পঞ্জাবে
Punjab Election: আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে ভোট। ১১৭টি কেন্দ্রে লড়াই হবে।
পঞ্জাব: ভোটের মুখে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর চাপ বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নির ভাইপো ভূপিন্দর সিং হানিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অবৈধ বালি খননের মামলায় ভূপিন্দরকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবারই। শুক্রবার তাঁকে সিবিআই আদালতে তোলা হবে। গত মাসেই ইডি অবৈধ বালির কারবার নিয়ে রাজ্যে অভিযান চালায়। প্রায় ১০ কোটি টাকা বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। এর মধ্যে ৮ কোটি টাকা মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নির এক আত্মীয়ের কাছ পাওয়া যায়। ইডি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, অভিযান চলাকালীন বালিকাণ্ডের সঙ্গে যুক্ত বেশ কিছু নথি, সম্পত্তি লেনদেনের কাগজ, মোবাইল ফোন, ২১ লক্ষ টাকার উপরে সোনার গয়না, ১২ লক্ষ টাকা ব্র্যান্ডেড ঘড়ি বাজেয়াপ্ত করেছে। শুক্রবার বেলা ১২টায় জলন্ধর কোর্টে তোলা হবে ভূপিন্দর সিং হানিকে।
#WATCH | Punjab CM Charanjit Singh Channi’s nephew Bhupinder Singh Honey arrested by Enforcement Directorate (ED) from Jalandhar on Thursday evening following day-long questioning in an illegal sand mining case: Sources pic.twitter.com/6ciwmY1mhX
— ANI (@ANI) February 4, 2022
আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে ভোট। ১১৭টি কেন্দ্রে লড়াই হবে। এখনও কংগ্রেস তাঁদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। আগামী রবিবার ৬ ফেব্রুয়ারি তা হতে চলেছে বলেই সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। এখনও অবধি ধন্দ আছে দু’টি নাম নিয়ে। চরণজিৎ চন্নি নাকি নভজ্যোৎ সিং সিধু, কে হবে এবার কংগ্রেসের মুখ সেদিকেই তাকিয়ে পঞ্জাব। এই গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির মুখপাত্র অনিল সরিন বলেন, আইন এবং ইডি নিজের মতোই কাজ করছে।
দেখুন বাঙালিয়ানা:
** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী
** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার