আসানসোল: তিনি কংগ্রেস প্রার্থী (Congress Candidate)। তবে তাঁকে জয়যুক্ত করার জন্য ভোট দিতে হবে পদ্ম চিহ্নে! এমনই আজব দেওয়াল লিখনে জোর শোরগোল পুরভোটগামী আসানসোলে (Asansol)।
ব্যাপারটা কী?
কংগ্রেস প্রার্থীকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিন। এমনই দেওয়াল লিখনের দেখা মিলেছে আসানসোলের ২৯ নম্বর ওয়ার্ডে। এখানকার কংগ্রেস প্রার্থীর নাম মহম্মদ সাহাবুদ্দিন ওরফে রাজু। তাঁর প্রচারে এমন বিভ্রান্তিকর দৃশ্য দেখা গেল আসানসোল রেলপার সফিমোড় তরিমহল্লা এলাকায়। এই দেওয়াল লিখন পড়ে কপাল কুঁচকেছেন ভোটাররা। প্রশ্ন তুলেছেন, এ আবার কী?
এবার পুরভোটে
২৯ নম্বর ওয়ার্ডে এবার কংগ্রেস প্রার্থী করেছে সাহাবুদ্দিনকে। অন্যদিকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কবিতা যাদবকে। বিজেপির প্রার্থী হয়েছেন আবার প্রাক্তন সিপিআই নেতা হেমন্ত মিশ্রা। এই ঘটনায় রাজনৈতিক কটাক্ষ শুরু হয়েছে আসানসোলে। এর মধ্যে এমন দেওয়াল লিখনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিভ্রান্তি।
তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে কংগ্রেস আবার আঙুল তুলেছে তৃণমূলের দিকে। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, সাবাবুদ্দিনের ওই দেওয়াল লিখনকে বিকৃতি করেছে আসলে তৃণমূল। রাতের অন্ধকারে ওই কাজ করা হয়েছে ভোটারদের বিভ্রান্তি করতে। আবার অধুনা বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এই ঘটনায় বিতর্ক না বাড়িয়ে সোজা যুক্তি দিয়েছেন ‘এটা পেন্টারের ভুল’। এর পিছনে কোনও রাজনীতি দেখছেন না তিনি। আর তৃণমূল নেতা অভিজিৎ ঘটকের দাবি, বিজেপি ও কংগ্রেসের ভিতরে ভিতরে সমঝোতা রয়েছে। এই ঘটনাতেই তার প্রমাণ। তবে কারও নছক ভুল নাকি রাজনৈতিক প্রতিহিংসায় এ কাজ করা হয়েছে, তার কোনও প্রমাণ মেলেনি।
এদিকে এদিনই আবার বিজেপির এক ঘোষণায় শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। বিজেপি আসানসোল পুরসভায় বোর্ড গঠন করলে মানুষজনের সমস্যা শুনে সমাধানের লক্ষ্যে দুয়ারে কাউন্সিলার, পাড়ায় মেয়র কর্মসূচি শুরু করা হবে। প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের সমস্যার দ্রুত নিরসনে বিজেপির বোর্ড প্রতি ওয়ার্ডে একজন করে নোডাল অফিসার নিয়োগ করবে। সেই অফিসারের বেতন আগেই নির্ধারণ করে রাখা হয়েছে। এমনই ঘোষণা করেছেন জিতেন্দ্র তিওয়ারি। প্রাক্তন মেয়র আরও জানান, নোডাল অফিসারকে ২১ হাজার ৫০০ টাকা বেতন পুরনিগম থেকে দেওয়া হবে।
ভোটের আগে বিজেপির এই ঘোষণাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের টিপ্পনী, “স্বপ্ন দেখা ভাল, কিন্তু দিবাস্বপ্ন দেখছেন জিতেন্দ্র তিওয়ারি”। তিনি যোগ করেন, “বিধানসভা ভোটের আগে তো বিজেপি তাদের সমীক্ষায় সরকার গঠন করে ফেলেছিল। ২০০- র বেশি আসন পেয়েছিল। বাস্তবে ১০০ পার করতে পারেনি। আসানসোল পুরনিগমের ভোটে ১০৬টি আসনই তৃণমূল গঠন করবে”।
আরও পড়ুন: Municipal Elections 2022: ভোটের আগেই করোনা আক্রান্ত পাঁচ পর্যবেক্ষক, কোভিড বিধি নিয়ে আরও কড়া কমিশন