Siliguri Municipal Election: শিলিগুড়ির ৩ প্রার্থী করোনা আক্রান্ত! প্রচারে সতর্কবার্তা চিকিৎসকদের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Jan 19, 2022 | 4:12 PM

Candidates infected with Coronavirus: শিলিগুড়ি পুরভোটের (Siliguri Municipal Election) তিন প্রার্থী করোনা আক্রান্ত (Corona Infected) হওয়ায় গুটিয়ে গেল ভোট প্রচার। প্রার্থীদের সতর্ক করলেন চিকিৎসকেরা।

Siliguri Municipal Election: শিলিগুড়ির ৩ প্রার্থী করোনা আক্রান্ত! প্রচারে সতর্কবার্তা চিকিৎসকদের
শিলিগুড়ি পুরভোটে তিন প্রার্থী করোনা আক্রান্ত। ফাইল চিত্র।

Follow Us

শিলিগুড়ি: দুয়ারে পুরভোট। তার মধ্যে শিলিগুড়ি পুরভোটের (Siliguri Municipal Election) তিন প্রার্থী করোনা আক্রান্ত (Corona Infected) হওয়ায় গুটিয়ে গেল ভোট প্রচার। প্রার্থীদের সতর্ক করলেন চিকিৎসকেরা। বুস্টার ডোজ় চালু হতেই প্রথম দিনেই তৃতীয় টিকা নিয়েছিলেন তৃণমূল নেতা গৌতম দেব। নির্বাচনে প্রার্থী হয়ে প্রচারে গিয়ে দ্বিতীয় বার কোভিড সংক্রামিত হয়েছেন তিনি। আবার দিন কয়েক আগেই করোনা সংক্রামিত হয়েছিলেন ২৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী বিকাশ সরকার। এবার কোভিড আক্রান্ত হলেন আরও এক প্রার্থী। তিনি ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের কমল আগরওয়াল।

প্রার্থীদের প্রচারে গিয়ে ভিড়ে মেলামেশা ও বহু ক্ষেত্রে মাস্ক খুলে রাখা বা স্বাস্থ্য বিধি না মানার জেরে প্রার্থীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলেই মনে করছেন চিকিৎসকেরা। যা থেকে ওয়ার্ডের বাসিন্দাদেরও সংক্রমণের আশঙ্কা থাকছে। তাই নির্বাচনের ময়দানে নামা সব প্রার্থীকে ইতিমধ্যেই সতর্ক করেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। দেওয়া হল গাইডলাইনও।

এক নজরে দেখে নেওয়া যাক প্রার্থীদের জন্য চিকিৎসকরা কী গাইডলাইন দিয়েছেন:

★ প্রার্থীদের প্রচারে দূরত্ব বিধি মেনে চলতে হবে।

★ চায়ে পে চর্চা বা বুথে আড্ডায় মাস্ক খুলে অংশ না নিতে বলছেন চিকিৎসকেরা।

★ অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করা।

★ জ্বর, সর্দি-কাশি, মাথা ভার হয়ে যাওয়া ইত্যাদি উপসর্গ হলে দ্রুত কোভিড টেস্ট করতে হবে।

★ উপসর্গযুক্ত বাসিন্দাদের কাছে প্রচারে না যাওয়া বা দূর থেকেই প্রচার সম্পন্ন করা

★ মিছিল, পদযাত্রা ইত্যাদি থেকে বিরত থাকতে বলছেন চিকিৎসকেরা।

এদিন মেডিকেল কলেজ হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, কোভিড টিকা নিলেই আর আক্রান্ত হবেন না, এমনটা নয়। বুস্টার ডোজ়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। প্রার্থীদের সতর্ক থাকতে হবে। অন্যথায় তিনি নিজে আক্রান্ত হলে তাঁর নিজের প্রচার যেমন ব্যাহত হবে। তেমনি ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে প্রচারের মাধ্যমে অবাধ মেলামেশায় বাসিন্দারাও সংক্রামিত হতে পারেন।

আমরা সকলকে অনুরোধ করছি গাইডলাইন মেনে চলুন। প্রচার হোক, স্বাস্থ্যবিধিও পালন হোক। এদিকে পর পর শিলিগুড়িতে তিন প্রার্থী এভাবে আক্রান্ত হওয়ায় ভীত অন্যান্য প্রার্থীরাও। তাছাড়া তৃণমূল শিবিরে একাধিক প্রার্থী ও নেতারা গত কয়েক দিনে গৌতম দেবের সংস্পর্শে যাওয়ায় তাঁরাও নিজেদের হোম আইসেলেশনে বন্দি করেছেন। ফলে প্রচার কার্যত গুটিয়ে গিয়েছে একাধীক ওয়ার্ডে।

আরও পড়ুন: Bhatpara Crime: থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সাতসকালেই তৃণমূল নেতাকে ‘গুলি’, উত্তপ্ত ভাটপাড়া

আরও পড়ুন: Deocha Pachami Coal Mining Project: পাচামি এলাকায় আদিবাসীদের কর্মসংস্থানে উদ্যোগী রাজ্য, তড়িঘড়ি বৈঠকে অনুব্রত

আরও পড়ুন: Adhir Chowdhury on Bikaner-Guwahati Express Train Accident: ‘রেল ইঞ্জিনের সমস্যাটা ধামাচাপা পড়ে গেল, মানুষর মৃত্যু নিয়েও রাজনীতি!’

Next Article